নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জনগণের আকাঙ্ক্ষা পূরণে স্বল্প মেয়াদে নির্বাচনমুখী সংস্কারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গণপরিষদ গঠন ও সংবিধান পুনর্লিখনের প্রস্তাবকে ‘অপ্রাসঙ্গিক’ মন্তব্য করে বিদ্যমান সংবিধানের মধ্য থেকেই এই সংস্কারের পরামর্শ দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এ পরামর্শ তুলে ধরেন। ’৯০-এর গণ–অভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এই সভার আয়োজন করে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির সংলাপের প্রসঙ্গে টেনে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সরকারের সংস্কার এবং নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি যে আপনি রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচনের জন্য আপনি প্রস্তুতি নিতে পারবেন। কবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ফিরে যাব, মানুষ ইশারা পেতে চায়। আপনি সংস্কার করবেন অতি অবশ্যই।’
তিনি বলেন, ‘আমরাও সংস্কার চাই। এমন কিছু সংস্কার আছে, যে সংস্কারগুলো নির্বাচনমুখী, একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি, সেই সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে এবং এটা সংক্ষিপ্ত মেয়াদের সংস্কার।’
গণপরিষদ গঠন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘কেউ কেউ গণপরিষদ গঠনের কথা বলছেন, কেউ সংবিধান পুনর্লিখনের কথা বলছেন। একেকজনের একেক ধরনের চিন্তা থাকতে পারে, অনেক দলেরও থাকতে পারে। কিন্তু বাস্তবতা এবং সেটা বাস্তবায়নে সংস্কারের ওপর সর্বদলীয় একটি ঐকমত্য যখন প্রতিষ্ঠিত হবে, সেসব সংস্কার বাস্তবায়ন করা সহজ হবে। সেখানে গণপরিষদ তো অপ্রাসঙ্গিক। সেখানে সংবিধান পুনর্লিখন কী সম্ভব।’
তিনি বলেন, ‘যে সংবিধান আছে, সেই সংবিধানের মধ্যে প্রয়োজনীয় গণমুখী ও গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তি যেন প্রতিষ্ঠিত হয় জনগণের, আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয়, সেই রকম সংস্কারের জন্য আপনারা বলবেন। সবার সঙ্গে আলোচনা করে সাংবিধানিক সংস্কার করতে হবে—যেটা করতে নির্বাচিত সংসদ লাগবে।’
জনগণের আকাঙ্ক্ষা পূরণে স্বল্প মেয়াদে নির্বাচনমুখী সংস্কারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গণপরিষদ গঠন ও সংবিধান পুনর্লিখনের প্রস্তাবকে ‘অপ্রাসঙ্গিক’ মন্তব্য করে বিদ্যমান সংবিধানের মধ্য থেকেই এই সংস্কারের পরামর্শ দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এ পরামর্শ তুলে ধরেন। ’৯০-এর গণ–অভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এই সভার আয়োজন করে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির সংলাপের প্রসঙ্গে টেনে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সরকারের সংস্কার এবং নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি যে আপনি রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচনের জন্য আপনি প্রস্তুতি নিতে পারবেন। কবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ফিরে যাব, মানুষ ইশারা পেতে চায়। আপনি সংস্কার করবেন অতি অবশ্যই।’
তিনি বলেন, ‘আমরাও সংস্কার চাই। এমন কিছু সংস্কার আছে, যে সংস্কারগুলো নির্বাচনমুখী, একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি, সেই সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে এবং এটা সংক্ষিপ্ত মেয়াদের সংস্কার।’
গণপরিষদ গঠন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘কেউ কেউ গণপরিষদ গঠনের কথা বলছেন, কেউ সংবিধান পুনর্লিখনের কথা বলছেন। একেকজনের একেক ধরনের চিন্তা থাকতে পারে, অনেক দলেরও থাকতে পারে। কিন্তু বাস্তবতা এবং সেটা বাস্তবায়নে সংস্কারের ওপর সর্বদলীয় একটি ঐকমত্য যখন প্রতিষ্ঠিত হবে, সেসব সংস্কার বাস্তবায়ন করা সহজ হবে। সেখানে গণপরিষদ তো অপ্রাসঙ্গিক। সেখানে সংবিধান পুনর্লিখন কী সম্ভব।’
তিনি বলেন, ‘যে সংবিধান আছে, সেই সংবিধানের মধ্যে প্রয়োজনীয় গণমুখী ও গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তি যেন প্রতিষ্ঠিত হয় জনগণের, আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয়, সেই রকম সংস্কারের জন্য আপনারা বলবেন। সবার সঙ্গে আলোচনা করে সাংবিধানিক সংস্কার করতে হবে—যেটা করতে নির্বাচিত সংসদ লাগবে।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫