নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি।
আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের নেতারা। এ সময় তাঁরা মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৫০ হাজার টাকা করান দাবি জানান।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টির চেয়ারম্যান মুনসুর আহমেদ বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্থিতিশীলতা রক্ষার্থে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। আর সব রাজনৈতিক দলের অংশীদারত্বের ভিত্তিতেই এই নির্বাচন হওয়া দরকার। দেশে ক্ষুধা, দারিদ্র্য, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, শিশু ও নারী ধর্ষণ, অপহরণ ও বিদেশি সংস্কৃতির আগ্রাসনে জনজীবন অতিষ্ঠ। এই ভয়াবহ সংকট থেকে পরিত্রাণ পেতে মুক্তিযুদ্ধের চেতনা অঙ্গীকারে এগিয়ে যাওয়ার বিকল্প নেই।
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা জনতা পার্টির পক্ষ থেকে মুক্তিযোদ্ধা জনতাকে এই পার্টির পতাকাতলে একত্রিত হয়ে গণ-আন্দোলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা চাই বঙ্গবন্ধুর বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ থেকে মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী, রাজাকার, আলবদর, আল সামসদের চিরতরে উৎখাত করে সোনার বাংলা গড়তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্প সময়ে দেশে যে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করেছেন তা আজ বিশ্বদরবারে সমাদৃত। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।’
মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে মুক্তিযোদ্ধা জনতা পার্টি জোরালো ভূমিকা নেবে। আমরা ভবিষ্যতে কোনো মুক্তিযোদ্ধাকে রিকশা চালিয়ে বা ভিক্ষা করে জীবন নির্বাহ করতে দেখতে চাই না। আমাদের দাবি ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাড়ানো হোক।
আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠনের কথাও জানানো হয় দলের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব শেখ মো. রফিকুল ইসলাম হৃদয়সহ দলের অন্য নেতারা।
দেশের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি।
আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের নেতারা। এ সময় তাঁরা মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৫০ হাজার টাকা করান দাবি জানান।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টির চেয়ারম্যান মুনসুর আহমেদ বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্থিতিশীলতা রক্ষার্থে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। আর সব রাজনৈতিক দলের অংশীদারত্বের ভিত্তিতেই এই নির্বাচন হওয়া দরকার। দেশে ক্ষুধা, দারিদ্র্য, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, শিশু ও নারী ধর্ষণ, অপহরণ ও বিদেশি সংস্কৃতির আগ্রাসনে জনজীবন অতিষ্ঠ। এই ভয়াবহ সংকট থেকে পরিত্রাণ পেতে মুক্তিযুদ্ধের চেতনা অঙ্গীকারে এগিয়ে যাওয়ার বিকল্প নেই।
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা জনতা পার্টির পক্ষ থেকে মুক্তিযোদ্ধা জনতাকে এই পার্টির পতাকাতলে একত্রিত হয়ে গণ-আন্দোলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা চাই বঙ্গবন্ধুর বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ থেকে মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী, রাজাকার, আলবদর, আল সামসদের চিরতরে উৎখাত করে সোনার বাংলা গড়তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্প সময়ে দেশে যে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করেছেন তা আজ বিশ্বদরবারে সমাদৃত। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।’
মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে মুক্তিযোদ্ধা জনতা পার্টি জোরালো ভূমিকা নেবে। আমরা ভবিষ্যতে কোনো মুক্তিযোদ্ধাকে রিকশা চালিয়ে বা ভিক্ষা করে জীবন নির্বাহ করতে দেখতে চাই না। আমাদের দাবি ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাড়ানো হোক।
আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠনের কথাও জানানো হয় দলের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব শেখ মো. রফিকুল ইসলাম হৃদয়সহ দলের অন্য নেতারা।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫