নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তাঁদের গ্রেপ্তারের দাবিতে সাধারণ মানুষকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যারা বেনজীর এবং আজিজকে তৈরি করেছে, তাদেরকে এমনি এমনি যেতে দেওয়া যাবে না। কেন এখন পর্যন্ত আজিজ কিংবা বেনজীরকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের নামে মামলা দেওয়া হয়নি, সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামেন।’
এই সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না উল্লেখ করে মান্না বলেন, ‘জাতিসংঘের প্রতিনিধি রোজারিক বলেছেন—তাঁর কাছে অভিযোগ করা হয়েছে। পিস কোরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে যে আর্মি-পুলিশ ও অন্য অফিসারদের নিয়ে এসেছ, তাদের চাকরি দিচ্ছ, এরা তো নিজের দেশে মানবতাবিরোধী অপরাধ করেছে।’
তিনি আরও বলেন, ‘রোজারিক বলেছেন—আমরা খুঁজে দেখব। যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে, তাদের আমরা ফেরত পাঠিয়ে দেব। পুরো সামরিক বাহিনীর বদনাম কুড়িয়েছে এই লোকটা।’
মান্না বলেন, ‘এই সরকার জনগণকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। গত বাজেটের চেয়ে এবার এক লাখ কোটি টাকা বাজেট বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ঋণের টাকা জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে।’
অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন—সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজিজ এবং বেনজীর এসেছে। এই সরকার কী আজিজ-বেনজীরদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? বেনজীরকে দিয়ে যে অপকর্ম করানো হয়েছে, এখন বিচার না করলে দায় সরকারের ওপরে আসবে। আনারের মাংস যদি বাথরুমের ট্যাংকি থেকে উদ্ধার করা যায়, তাহলে আমরা জানতে চাই—চৌধুরী আলম ইলিয়াস আলীসহ গুম হওয়ারা কোথায় আছে?’
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাবেক, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া প্রমুখ।
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তাঁদের গ্রেপ্তারের দাবিতে সাধারণ মানুষকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যারা বেনজীর এবং আজিজকে তৈরি করেছে, তাদেরকে এমনি এমনি যেতে দেওয়া যাবে না। কেন এখন পর্যন্ত আজিজ কিংবা বেনজীরকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের নামে মামলা দেওয়া হয়নি, সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামেন।’
এই সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না উল্লেখ করে মান্না বলেন, ‘জাতিসংঘের প্রতিনিধি রোজারিক বলেছেন—তাঁর কাছে অভিযোগ করা হয়েছে। পিস কোরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে যে আর্মি-পুলিশ ও অন্য অফিসারদের নিয়ে এসেছ, তাদের চাকরি দিচ্ছ, এরা তো নিজের দেশে মানবতাবিরোধী অপরাধ করেছে।’
তিনি আরও বলেন, ‘রোজারিক বলেছেন—আমরা খুঁজে দেখব। যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে, তাদের আমরা ফেরত পাঠিয়ে দেব। পুরো সামরিক বাহিনীর বদনাম কুড়িয়েছে এই লোকটা।’
মান্না বলেন, ‘এই সরকার জনগণকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। গত বাজেটের চেয়ে এবার এক লাখ কোটি টাকা বাজেট বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ঋণের টাকা জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে।’
অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন—সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজিজ এবং বেনজীর এসেছে। এই সরকার কী আজিজ-বেনজীরদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? বেনজীরকে দিয়ে যে অপকর্ম করানো হয়েছে, এখন বিচার না করলে দায় সরকারের ওপরে আসবে। আনারের মাংস যদি বাথরুমের ট্যাংকি থেকে উদ্ধার করা যায়, তাহলে আমরা জানতে চাই—চৌধুরী আলম ইলিয়াস আলীসহ গুম হওয়ারা কোথায় আছে?’
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাবেক, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া প্রমুখ।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২৩ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২৩ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২৩ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২৩ দিন আগে