নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’সহ একাধিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই পদযাত্রার লক্ষ্য ‘দেশ গড়তে জুলাইয়ের বার্তা’ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া।
আজ রোববার সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন নাহিদ ইসলাম।
নাহিদ জানান, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী ৬৪টি জেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে, যার নাম দেওয়া হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।
এই পদযাত্রা শুরু হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এবং ক্রমান্বয়ে তা বাংলাদেশের ৬৪টি জেলায় যাবে—শহর থেকে গ্রামে, শহীদের কবরের কাছে।
নাহিদ ইসলাম আরও জানান, ১৬ জুলাইকে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। এই দিনে আবু সাঈদ শহীদ হয়েছিলেন, এবং সেদিন থেকেই জুলাইয়ের শহীদদের প্রতি সম্মান জানিয়ে মিছিল শুরু হয়েছিল। দেশজুড়ে শহীদদের জন্য দোয়া-মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হবে।
নাহিদ ইসলাম বলেন, গত বছরের ৩ আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ-বিরোধী এক দফা ঘোষণা করা হয়েছিল। এবার একই দিনে শহীদ মিনারে ‘ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ’ কর্মসূচি পালন করা হবে।
নাহিদ ইসলাম সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘জুলাইয়ের ঘোষণাপত্র সরকার দেওয়ার কথা বলেছিল এবং ৩০ কার্যদিবসের সময়ও দিয়েছিল। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি।’
তিনি আরও যোগ করেন, জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সংবিধানের স্বীকৃতি এবং শহীদদের মর্যাদা নিশ্চিত করার জন্য এই ঘোষণাপত্র জরুরি। সরকার বলেছিল সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে এটি দেওয়া হবে, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি।
নাহিদ জানান, অভ্যুত্থান যেহেতু ছাত্র-জনতা করেছে, তাই ৩ আগস্ট ছাত্র-জনতাকে সঙ্গে নিয়েই এই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা শুনে তা এই ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে।
নাহিদ ইসলাম জানান, ৫ আগস্টকে ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ হিসেবে পালন করা হবে।
এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠিত হয়েছে, যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’সহ একাধিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই পদযাত্রার লক্ষ্য ‘দেশ গড়তে জুলাইয়ের বার্তা’ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া।
আজ রোববার সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন নাহিদ ইসলাম।
নাহিদ জানান, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী ৬৪টি জেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে, যার নাম দেওয়া হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।
এই পদযাত্রা শুরু হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এবং ক্রমান্বয়ে তা বাংলাদেশের ৬৪টি জেলায় যাবে—শহর থেকে গ্রামে, শহীদের কবরের কাছে।
নাহিদ ইসলাম আরও জানান, ১৬ জুলাইকে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। এই দিনে আবু সাঈদ শহীদ হয়েছিলেন, এবং সেদিন থেকেই জুলাইয়ের শহীদদের প্রতি সম্মান জানিয়ে মিছিল শুরু হয়েছিল। দেশজুড়ে শহীদদের জন্য দোয়া-মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হবে।
নাহিদ ইসলাম বলেন, গত বছরের ৩ আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ-বিরোধী এক দফা ঘোষণা করা হয়েছিল। এবার একই দিনে শহীদ মিনারে ‘ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ’ কর্মসূচি পালন করা হবে।
নাহিদ ইসলাম সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘জুলাইয়ের ঘোষণাপত্র সরকার দেওয়ার কথা বলেছিল এবং ৩০ কার্যদিবসের সময়ও দিয়েছিল। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি।’
তিনি আরও যোগ করেন, জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সংবিধানের স্বীকৃতি এবং শহীদদের মর্যাদা নিশ্চিত করার জন্য এই ঘোষণাপত্র জরুরি। সরকার বলেছিল সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে এটি দেওয়া হবে, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি।
নাহিদ জানান, অভ্যুত্থান যেহেতু ছাত্র-জনতা করেছে, তাই ৩ আগস্ট ছাত্র-জনতাকে সঙ্গে নিয়েই এই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা শুনে তা এই ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে।
নাহিদ ইসলাম জানান, ৫ আগস্টকে ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ হিসেবে পালন করা হবে।
এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠিত হয়েছে, যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৮ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৮ দিন আগে