নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযুক্ত নয় বলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) জানিয়েছে বিএনপি। এ অবস্থায় নির্দলীয় সরকারকেই একমাত্র সমাধান হিসেবে ইইউয়ের কাছে উপস্থাপন করেছে দলটি।
আজ মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচনের বিষয়েই আলোচনাটা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আমাদের (বিএনপি) কী চিন্তা, আমরা কী ভাবছি, কী করছি—এসব নিয়ে আলোচনা হয়েছে। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে, বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, এখানে নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া কোনো সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব নয়।’
তিনি জানান, ইইউ অনেকবারই বলেছে যে তারা বাংলাদেশে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। বাংলাদেশে আসলে সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ আছে কি না, সেটা দেখতেই তাদের টিম আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে। এই দলের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর কথা হবে, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও কথা হবে। এই বিষয়েই আমাদের সঙ্গে আগাম আলোচনা করেছেন ইইউ রাষ্ট্রদূত।
আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় কোনো সংলাপের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি এ বিষয়ে এখনই কথা বলতে পারব না। কারণ, সে ধরনের কোনো আলোচনা হয়নি। আলোচনাটা হয়েছে বাংলাদেশে বর্তমানে নির্বাচনের পরিস্থিতি আছে কি না, সেই বিষয়ে।’
নির্বাচনকালীন প্রেসক্রিপশনের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল আরও বলেন, ‘প্রেসক্রিপশনের তো কোনো প্রশ্নই ওঠে না। কিসের প্রেসক্রিপশন? এখানে নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। বর্তমানে আওয়ামী লীগ যে অবস্থাটা তৈরি করেছে, গত দুইটি নির্বাচনে এটা প্রমাণ হয়ে গেছে যে এখানে নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন সম্ভব না।’
বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে দলটির মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চার্লস হোয়াইটলির সঙ্গে ইইউর ডিসিএম স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান অংশ নেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযুক্ত নয় বলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) জানিয়েছে বিএনপি। এ অবস্থায় নির্দলীয় সরকারকেই একমাত্র সমাধান হিসেবে ইইউয়ের কাছে উপস্থাপন করেছে দলটি।
আজ মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচনের বিষয়েই আলোচনাটা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আমাদের (বিএনপি) কী চিন্তা, আমরা কী ভাবছি, কী করছি—এসব নিয়ে আলোচনা হয়েছে। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে, বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, এখানে নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া কোনো সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব নয়।’
তিনি জানান, ইইউ অনেকবারই বলেছে যে তারা বাংলাদেশে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। বাংলাদেশে আসলে সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ আছে কি না, সেটা দেখতেই তাদের টিম আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে। এই দলের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর কথা হবে, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও কথা হবে। এই বিষয়েই আমাদের সঙ্গে আগাম আলোচনা করেছেন ইইউ রাষ্ট্রদূত।
আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় কোনো সংলাপের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি এ বিষয়ে এখনই কথা বলতে পারব না। কারণ, সে ধরনের কোনো আলোচনা হয়নি। আলোচনাটা হয়েছে বাংলাদেশে বর্তমানে নির্বাচনের পরিস্থিতি আছে কি না, সেই বিষয়ে।’
নির্বাচনকালীন প্রেসক্রিপশনের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল আরও বলেন, ‘প্রেসক্রিপশনের তো কোনো প্রশ্নই ওঠে না। কিসের প্রেসক্রিপশন? এখানে নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। বর্তমানে আওয়ামী লীগ যে অবস্থাটা তৈরি করেছে, গত দুইটি নির্বাচনে এটা প্রমাণ হয়ে গেছে যে এখানে নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন সম্ভব না।’
বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে দলটির মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চার্লস হোয়াইটলির সঙ্গে ইইউর ডিসিএম স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান অংশ নেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫