নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য রক্ষা বিএনপির উদ্দেশ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করাই বিএনপির উদ্দেশ্য। আর দলটির সেই উদ্দেশ্যে সরকার সহযোগিতা করতে পারবে না।
শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলন নিয়ে বুধবার সচিবালয়ে ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়ার জন্য সরকার অত্যন্ত সহানুভূতিশীল। অনেক ঘটনার পরও প্রধানমন্ত্রী তাঁর প্রতি সহানুভূতিশীল হয়ে শাস্তি স্থগিত রেখে তাঁকে কারাগারের বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন। তাঁর পছন্দ অনুযায়ী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সাধারণত একজন শাস্তিপ্রাপ্ত আসামির সরকারের তত্ত্বাবধানেই চিকিৎসা হওয়ার কথা। কিন্তু সেটি না করে তাঁর পছন্দ অনুযায়ী হাসপাতালে ও ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন।
হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার জন্য প্রধানমন্ত্রী ও সরকার সহানুভূতিশীল। কিন্তু তাদের যে বিদেশ নিয়ে যাওয়ার দাবি, সেটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত। বিএনপি নেতারা যেভাবে কথাগুলো বলছেন এবং কিছু বিএনপিপন্থী ডাক্তারকে দিয়ে কথা বলিয়েছেন; সবকিছুর মধ্যেই রাজনীতি যুক্ত। সুতরাং খালেদা জিয়ার স্বাস্থ্য রক্ষা বিএনপির উদ্দেশ্য নয়, বিএনপির উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করার ক্ষেত্রে তো সরকার সহযোগিতা করতে পারবে না। সরকার সহযোগিতা করতে পারবে খালেদা জিয়ার স্বাস্থ্য যাতে ভালো থাকে, তিনি যাতে সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশে পান সে জন্য সরকার যেকোনো পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।’
খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে সরকার পতনের আন্দোলনের হুমকি দিয়েছে বিএনপি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা তো এ ধরনের হুমকির মধ্যে গত সাড়ে ১২ বছর ধরে আছি। তারা তো সাড়ে ১২ বছর আগে থেকে আমাদের টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করে যাচ্ছে। তারা যে হুমকি দিচ্ছে আমি সরকারের মন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বলব, আমরা যদি মাঠে নামি তাহলে এ হুমকিদাতারা কোথায় থাকবে?’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য রক্ষা বিএনপির উদ্দেশ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করাই বিএনপির উদ্দেশ্য। আর দলটির সেই উদ্দেশ্যে সরকার সহযোগিতা করতে পারবে না।
শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলন নিয়ে বুধবার সচিবালয়ে ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়ার জন্য সরকার অত্যন্ত সহানুভূতিশীল। অনেক ঘটনার পরও প্রধানমন্ত্রী তাঁর প্রতি সহানুভূতিশীল হয়ে শাস্তি স্থগিত রেখে তাঁকে কারাগারের বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন। তাঁর পছন্দ অনুযায়ী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সাধারণত একজন শাস্তিপ্রাপ্ত আসামির সরকারের তত্ত্বাবধানেই চিকিৎসা হওয়ার কথা। কিন্তু সেটি না করে তাঁর পছন্দ অনুযায়ী হাসপাতালে ও ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন।
হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার জন্য প্রধানমন্ত্রী ও সরকার সহানুভূতিশীল। কিন্তু তাদের যে বিদেশ নিয়ে যাওয়ার দাবি, সেটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত। বিএনপি নেতারা যেভাবে কথাগুলো বলছেন এবং কিছু বিএনপিপন্থী ডাক্তারকে দিয়ে কথা বলিয়েছেন; সবকিছুর মধ্যেই রাজনীতি যুক্ত। সুতরাং খালেদা জিয়ার স্বাস্থ্য রক্ষা বিএনপির উদ্দেশ্য নয়, বিএনপির উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করার ক্ষেত্রে তো সরকার সহযোগিতা করতে পারবে না। সরকার সহযোগিতা করতে পারবে খালেদা জিয়ার স্বাস্থ্য যাতে ভালো থাকে, তিনি যাতে সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশে পান সে জন্য সরকার যেকোনো পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।’
খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে সরকার পতনের আন্দোলনের হুমকি দিয়েছে বিএনপি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা তো এ ধরনের হুমকির মধ্যে গত সাড়ে ১২ বছর ধরে আছি। তারা তো সাড়ে ১২ বছর আগে থেকে আমাদের টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করে যাচ্ছে। তারা যে হুমকি দিচ্ছে আমি সরকারের মন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বলব, আমরা যদি মাঠে নামি তাহলে এ হুমকিদাতারা কোথায় থাকবে?’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫