প্রতিনিধি, ঢাবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণ সন্তুষ্ট রয়েছে বলেই কোনো ধরনের আন্দোলন হচ্ছে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ‘বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট’ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আনিসুল হক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আইনের শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকরের মাধ্যমে মানুষের মনে আশা জেগেছে যে প্রত্যকে বিচার পাবে। একটি আস্থার জায়গা তৈরি হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনা নিরন্তর কাজ করে করে যাচ্ছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, জনগণ সন্তুষ্ট বলেই আন্দোলন করছে না। জনগণ যদি শেখ হাসিনার শাসনের প্রতি সন্তুষ্ট না থাকতেন তাহলে আন্দোলন করতেন। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এবং দেশের ইমেজ আগের চেয়ে ইতিবাচক পরিবর্তন হয়েছে। বিশ্ব এখন বাংলাদেশকে সম্মান করে। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না- বলে যে কথা প্রচলিত আছে, আমরা সেটি ভুল প্রমাণ করেছি। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করছি।
আইনমন্ত্রী বলেন, সত্য কখনো চাপা থাকে না। এটা দিনের আলোর মতন সত্য যে, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কিন্তু এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন, তাহলে যখন এই মামলার তদন্ত হয় তখন তাঁকে আসামি করা হয় নাই কেন? জিয়াউর রহমান ১৯৮১ সালে হত্যার শিকার হয়েছিলেন। সেখানে তিনি যখন মৃত, তাঁকে আর আসামি করার সুযোগ নাই।
এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমান কীভাবে জড়িত এবং সেটার সাক্ষ্যপ্রমাণ জনসম্মুখে উপস্থাপন করেই তদন্ত কমিশন গঠন করা হবে উল্লেখ করেন আইনমন্ত্রী।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক।
অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্টে শাহাদাত বরণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন এবং গীতা থেকে পাঠ করা হয়। এরপর এক মিনিট নীরবতা পালন এবং অনুষ্ঠান শেষে দোয়া করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণ সন্তুষ্ট রয়েছে বলেই কোনো ধরনের আন্দোলন হচ্ছে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ‘বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট’ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আনিসুল হক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আইনের শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকরের মাধ্যমে মানুষের মনে আশা জেগেছে যে প্রত্যকে বিচার পাবে। একটি আস্থার জায়গা তৈরি হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনা নিরন্তর কাজ করে করে যাচ্ছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, জনগণ সন্তুষ্ট বলেই আন্দোলন করছে না। জনগণ যদি শেখ হাসিনার শাসনের প্রতি সন্তুষ্ট না থাকতেন তাহলে আন্দোলন করতেন। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এবং দেশের ইমেজ আগের চেয়ে ইতিবাচক পরিবর্তন হয়েছে। বিশ্ব এখন বাংলাদেশকে সম্মান করে। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না- বলে যে কথা প্রচলিত আছে, আমরা সেটি ভুল প্রমাণ করেছি। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করছি।
আইনমন্ত্রী বলেন, সত্য কখনো চাপা থাকে না। এটা দিনের আলোর মতন সত্য যে, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কিন্তু এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন, তাহলে যখন এই মামলার তদন্ত হয় তখন তাঁকে আসামি করা হয় নাই কেন? জিয়াউর রহমান ১৯৮১ সালে হত্যার শিকার হয়েছিলেন। সেখানে তিনি যখন মৃত, তাঁকে আর আসামি করার সুযোগ নাই।
এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমান কীভাবে জড়িত এবং সেটার সাক্ষ্যপ্রমাণ জনসম্মুখে উপস্থাপন করেই তদন্ত কমিশন গঠন করা হবে উল্লেখ করেন আইনমন্ত্রী।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক।
অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্টে শাহাদাত বরণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন এবং গীতা থেকে পাঠ করা হয়। এরপর এক মিনিট নীরবতা পালন এবং অনুষ্ঠান শেষে দোয়া করা হয়।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫