অনলাইন ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থান ও স্বাধীনতার পূর্বাপর ইতিহাসসহ সবকিছু মিলিয়ে একটি সুলিখিত ঘোষণাপত্র তৈরির কথা বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, জুলাই ঘোষণাপত্র তৈরিতে বিলম্ব করলে তা অরাজকতা-ষড়যন্ত্রের সুযোগসন্ধানীদের চক্রান্ত করার সুযোগ দিতে পারে।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আয়োজিত বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করার জন্য সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলাম। সেখানে রাজনৈতিক দলের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। আপনারা জানেন, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে একটা খসড়া পাঠানো হয়েছে। আজকের আলোচনায় প্রত্যেক দলের এবং বিশিষ্টজনের মতামত চাওয়া হয়েছে। তবে বিস্তারিত আলোচনা হয়নি।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘একটা কথা মোটা দাগে বলতে পারি, একটা ঘোষণাপত্র হওয়া প্রয়োজন, প্রত্যেকটি দল সেটা অনুভব করেছে। তবে তাড়াহুড়ো করলে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে ঘোষণাপত্র তৈরিতে ভুলভ্রান্তি হতে পারে। সময় নিতে হবে। রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করতে হবে।’
এ সময় জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও স্বাধীনতার ইতিহাসসহ সবকিছু মিলিয়ে একটি ঘোষণাপত্র তৈরির ওপর গুরুত্বারোপ করে জামায়াতের এই নেতা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষাকে ধারণ করে, অভ্যুত্থানের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, স্বাধীনতার পূর্বাপর ইতিহাসসহ সবকিছু মিলিয়ে একটা সুলিখিত ঘোষণাপত্র কীভাবে তৈরি করা যায়, সে আলোচনা হয়েছে। আমরা আলাদা আলাদা প্রস্তাবনা দেব। পরে সব একত্র করে একটি সুন্দর ঘোষণাপত্রে রূপান্তরিত করা হবে।’
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘তবে খুব বিলম্ব করে অন্য কোনো অরাজকতা, অন্য কোনো ষড়যন্ত্রের সুযোগ; যারা চক্রান্তের জন্য অপেক্ষা করে, তারা যেন না পায়। দেরি না করে এই উদ্যোগ দ্রুত শুরু করা উচিত। সরকারের একজন উপদেষ্টা দায়িত্ব নিয়ে বলেছেন, উনারা আমাদের মতামতগুলো পর্যালোচনা করবেন। একটা হোমওয়ার্ক করার পরে আমাদের সঙ্গে দ্বিতীয় ধাপে আবার বসবেন।’
জুলাই গণ-অভ্যুত্থান ও স্বাধীনতার পূর্বাপর ইতিহাসসহ সবকিছু মিলিয়ে একটি সুলিখিত ঘোষণাপত্র তৈরির কথা বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, জুলাই ঘোষণাপত্র তৈরিতে বিলম্ব করলে তা অরাজকতা-ষড়যন্ত্রের সুযোগসন্ধানীদের চক্রান্ত করার সুযোগ দিতে পারে।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আয়োজিত বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করার জন্য সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলাম। সেখানে রাজনৈতিক দলের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। আপনারা জানেন, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে একটা খসড়া পাঠানো হয়েছে। আজকের আলোচনায় প্রত্যেক দলের এবং বিশিষ্টজনের মতামত চাওয়া হয়েছে। তবে বিস্তারিত আলোচনা হয়নি।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘একটা কথা মোটা দাগে বলতে পারি, একটা ঘোষণাপত্র হওয়া প্রয়োজন, প্রত্যেকটি দল সেটা অনুভব করেছে। তবে তাড়াহুড়ো করলে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে ঘোষণাপত্র তৈরিতে ভুলভ্রান্তি হতে পারে। সময় নিতে হবে। রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করতে হবে।’
এ সময় জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও স্বাধীনতার ইতিহাসসহ সবকিছু মিলিয়ে একটি ঘোষণাপত্র তৈরির ওপর গুরুত্বারোপ করে জামায়াতের এই নেতা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষাকে ধারণ করে, অভ্যুত্থানের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, স্বাধীনতার পূর্বাপর ইতিহাসসহ সবকিছু মিলিয়ে একটা সুলিখিত ঘোষণাপত্র কীভাবে তৈরি করা যায়, সে আলোচনা হয়েছে। আমরা আলাদা আলাদা প্রস্তাবনা দেব। পরে সব একত্র করে একটি সুন্দর ঘোষণাপত্রে রূপান্তরিত করা হবে।’
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘তবে খুব বিলম্ব করে অন্য কোনো অরাজকতা, অন্য কোনো ষড়যন্ত্রের সুযোগ; যারা চক্রান্তের জন্য অপেক্ষা করে, তারা যেন না পায়। দেরি না করে এই উদ্যোগ দ্রুত শুরু করা উচিত। সরকারের একজন উপদেষ্টা দায়িত্ব নিয়ে বলেছেন, উনারা আমাদের মতামতগুলো পর্যালোচনা করবেন। একটা হোমওয়ার্ক করার পরে আমাদের সঙ্গে দ্বিতীয় ধাপে আবার বসবেন।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫