নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের কাছ থেকে অতিরিক্ত ‘প্রটোকল’ পাচ্ছে, যা কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীও পান না। আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘একটা দল, সেটা নতুন দল, এখনো নিবন্ধিত দল না। ছাত্ররা এই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আমাদের সম্মান আছে, তাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে। কিন্তু তার মানে এই নয় যে, অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈষম্য তৈরি করে একটা দলকে সরকার পৃষ্ঠপোষকতা দেবে। কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীও তো এই ধরনের প্রটোকল পায় না, এই নতুন দলকে যেভাবে প্রটোকল দেওয়া হচ্ছে।’
দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার কাজ সরকার একা পারবে না উল্লেখ করে বজলুর রশীদ বলেন, ‘কিন্তু আমরা লক্ষ করলাম, সরকার অভ্যুত্থানের পরই রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে, তাদের সঙ্গে আলাপ-আলোচনা-পরামর্শ না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করতে গিয়ে একটা লেজেগোবরে অবস্থা তৈরি করেছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার যখন খুব বিপদে পড়ে, আর সামলাতে পারছে না, টালমাটাল অবস্থা ও মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন রাজনৈতিক দলগুলোকে ডাকে। তারা দেখাতে চায় যে, এরা সবাই আমার সঙ্গে আছে। আমরা এই সরকারকে সমর্থন করেছি ঠিক, কিন্তু অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কাজ করলে আমরা এই সরকারকে সমর্থন করব না। তার বিরোধিতা করব, সমালোচনা করব।’
মবকে সরকারের পক্ষ থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে অভিযোগ করে বজলুর রশীদ আরও বলেন, ‘ইতিপূর্বে অনেকগুলো ঘটনা, সেই ঘটনাকে কঠোর হস্তে দমন করা এবং মব সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই আজকে নতুন করে যে মব, সেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকাতে পারছে না, তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না।’
সমাজতান্ত্রিক দল, বাসদ, এনসিপি, সরকার, ড. মুহাম্মদ ইউনূস, বৈঠক, রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের কাছ থেকে অতিরিক্ত ‘প্রটোকল’ পাচ্ছে, যা কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীও পান না। আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘একটা দল, সেটা নতুন দল, এখনো নিবন্ধিত দল না। ছাত্ররা এই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আমাদের সম্মান আছে, তাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে। কিন্তু তার মানে এই নয় যে, অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈষম্য তৈরি করে একটা দলকে সরকার পৃষ্ঠপোষকতা দেবে। কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীও তো এই ধরনের প্রটোকল পায় না, এই নতুন দলকে যেভাবে প্রটোকল দেওয়া হচ্ছে।’
দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার কাজ সরকার একা পারবে না উল্লেখ করে বজলুর রশীদ বলেন, ‘কিন্তু আমরা লক্ষ করলাম, সরকার অভ্যুত্থানের পরই রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে, তাদের সঙ্গে আলাপ-আলোচনা-পরামর্শ না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করতে গিয়ে একটা লেজেগোবরে অবস্থা তৈরি করেছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার যখন খুব বিপদে পড়ে, আর সামলাতে পারছে না, টালমাটাল অবস্থা ও মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন রাজনৈতিক দলগুলোকে ডাকে। তারা দেখাতে চায় যে, এরা সবাই আমার সঙ্গে আছে। আমরা এই সরকারকে সমর্থন করেছি ঠিক, কিন্তু অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কাজ করলে আমরা এই সরকারকে সমর্থন করব না। তার বিরোধিতা করব, সমালোচনা করব।’
মবকে সরকারের পক্ষ থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে অভিযোগ করে বজলুর রশীদ আরও বলেন, ‘ইতিপূর্বে অনেকগুলো ঘটনা, সেই ঘটনাকে কঠোর হস্তে দমন করা এবং মব সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই আজকে নতুন করে যে মব, সেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকাতে পারছে না, তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না।’
সমাজতান্ত্রিক দল, বাসদ, এনসিপি, সরকার, ড. মুহাম্মদ ইউনূস, বৈঠক, রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৭ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৮ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৮ দিন আগে