নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে তার পেছনের মূল কারণ পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার রাজধানীর দয়াগঞ্জ মোড়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশে এ কথা বলেন নেতারা।
সমাবেশে সিপিবি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘দেশের জনগণের ভোটাধিকার হরণ করার পরিকল্পনা থেকেই সংবিধানের পঞ্চদশ সংশোধনী করা হয়েছে। যা দেশের বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। দেশের মানুষের ভোটাধিকার হরণ করার দায়ে বর্তমান শাসকদের বিচারের মুখোমুখি হতে হবে।’
বাসদের ঢাকা মহানগরের নেতা খালেকুজ্জামান লিপন বলেন, ‘নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ছাড়া অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়। তাই গণ-আন্দোলনের মধ্য দিয়ে চলমান স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে।’
সমাবেশ থেকে সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করা হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তাঁরা।
সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন—বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নেতা ফররুখ রিয়াদ, বাসদ নেতা সুস্মিতা মরিয়ম প্রমুখ। সমাবেশ শেষে দয়াগঞ্জ মোড় থেকে ধূপখোলা বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।
দেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে তার পেছনের মূল কারণ পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার রাজধানীর দয়াগঞ্জ মোড়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশে এ কথা বলেন নেতারা।
সমাবেশে সিপিবি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘দেশের জনগণের ভোটাধিকার হরণ করার পরিকল্পনা থেকেই সংবিধানের পঞ্চদশ সংশোধনী করা হয়েছে। যা দেশের বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। দেশের মানুষের ভোটাধিকার হরণ করার দায়ে বর্তমান শাসকদের বিচারের মুখোমুখি হতে হবে।’
বাসদের ঢাকা মহানগরের নেতা খালেকুজ্জামান লিপন বলেন, ‘নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ছাড়া অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়। তাই গণ-আন্দোলনের মধ্য দিয়ে চলমান স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে।’
সমাবেশ থেকে সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করা হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তাঁরা।
সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন—বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নেতা ফররুখ রিয়াদ, বাসদ নেতা সুস্মিতা মরিয়ম প্রমুখ। সমাবেশ শেষে দয়াগঞ্জ মোড় থেকে ধূপখোলা বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৯ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৯ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৯ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৯ দিন আগে