নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাসায় থেকে কোভিড টিকা নিতে চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাসায় সম্ভব না হলে মহাখালির একটি হাসপাতালে টিকা নেওয়ার কথা রয়েছে। আগামী দুই-একদিনের মধ্যেই তিনি টিকা নিতে পারেন বলে জানা গেছে।
গত ৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খালেদা জিয়ার জন্য কোভিড টিকার জন্য নিবন্ধন করা হয়। তবে এখনো এসএমএস আসেনি বলে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
খালেদার আরেক ব্যক্তিগত চিকিৎসক বলেন, 'শুনেছি এখনো এসএমএস আসেনি। তবে দুই এক দিনের মধ্যেই ম্যাডামকে টিকা দেওয়া হতে পারে। তিনি বাসায় থেকে টিকা নিতে চান। সেটা না হলে মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেবেন।'
করোনা ও নানাবিধ জটিলতার চিকিৎসা নিয়ে গত ১৯ জুন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার আগেও তাঁকে একবার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।
গুলশানের বাসা ফিরোজায় চিকিৎসাধিন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানান ডা. জাহিদ হোসেন। তিনি জানান, হাসপাতাল থেকে খালেদা জিয়া যে অবস্থা নিয়ে বাসায় এসেছিলেন, এখনো তেমনই আছেন। তাঁর অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
বাসায় থেকে কোভিড টিকা নিতে চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাসায় সম্ভব না হলে মহাখালির একটি হাসপাতালে টিকা নেওয়ার কথা রয়েছে। আগামী দুই-একদিনের মধ্যেই তিনি টিকা নিতে পারেন বলে জানা গেছে।
গত ৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খালেদা জিয়ার জন্য কোভিড টিকার জন্য নিবন্ধন করা হয়। তবে এখনো এসএমএস আসেনি বলে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
খালেদার আরেক ব্যক্তিগত চিকিৎসক বলেন, 'শুনেছি এখনো এসএমএস আসেনি। তবে দুই এক দিনের মধ্যেই ম্যাডামকে টিকা দেওয়া হতে পারে। তিনি বাসায় থেকে টিকা নিতে চান। সেটা না হলে মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেবেন।'
করোনা ও নানাবিধ জটিলতার চিকিৎসা নিয়ে গত ১৯ জুন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার আগেও তাঁকে একবার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।
গুলশানের বাসা ফিরোজায় চিকিৎসাধিন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানান ডা. জাহিদ হোসেন। তিনি জানান, হাসপাতাল থেকে খালেদা জিয়া যে অবস্থা নিয়ে বাসায় এসেছিলেন, এখনো তেমনই আছেন। তাঁর অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫