নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৯ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় তাঁকে আনা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৫ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। সংক্রমণ এড়াতে খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে বলে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। বাসাতেও খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবেন বলেও জানিয়েছেন তিনি। খালেদা জিয়াকে বাসায় আনার পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, ‘এখন আগের চেয়ে সুস্থ আছেন। তবে সেটা পুরোপুরি সুস্থ না। কারণ তিনি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। এ অবস্থায় তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। পেসমেকার বসাতে অস্ত্রোপচার করায় সংগত কারণেই সংক্রমণের আশঙ্কা থাকে। আর যেহেতু তিনি বিভিন্ন রোগে আক্রান্ত, এ অবস্থায় সংক্রমণ এড়াতে হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে।’
খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ থাকলেও মানসিকভাবে অত্যন্ত সবল ও সুস্থ আছেন বলেও জানান জাহিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি উনি (খালেদা জিয়া) সুস্থ হয়ে উঠবেন।’ তিনি বলেন, ‘সব চিকিৎসার সুযোগ-সুবিধা আছে, যত দ্রুত সম্ভব এ রকম চিকিৎসাকেন্দ্রে তাঁকে নিতে হবে। চিকিৎসকেরা এবারও সেই সুপারিশ করেছেন।’
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে তাঁর পরিবার সরকারের কাছে আবেদন করলেও তাতে সাড়া দেয়নি সরকার। আইনে এর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ বিষয়ে ক্ষোভ জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘আমরা দেখি-অনেক মানুষ, কোনো ধরনের অনুমতিরও প্রয়োজন হয় না। তাঁরা শুধু দলীয় আনুগত্যের কারণে, প্রতিহিংসাপরায়ণ না হওয়ার কারণে তাঁদের যেতে দেওয়া হয়। খালেদা জিয়া শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একটা ভুয়া, ষড়যন্ত্রমূলক, বানানো মামলায় আজ উনি জেলখানায়। আর দেশ লোপাটকারী মানুষেরা সবাই দিব্যি ঘুরে বেড়াচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে। কাউকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে না।’
৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এর আগে গত ২ মে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় চিকিৎসকেরা তাঁকে সিসিইউতে রেখে দুই দিন চিকিৎসা দিয়েছিলেন।
গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতে তাঁর পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। পরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় ২৭ অক্টোবর। তাঁর স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে সেই দফায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে চলতি বছরের ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ স্থগিত করে তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ছয় মাস পরপর মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।
এদিকে দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। রাজধানী ও মহানগরে সমাবেশ করার পর পূর্বঘোষণা অনুযায়ী আগামীকাল বুধবার জেলা পর্যায়ে সমাবেশ করবে দলটি। এই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন বলে জানা গেছে।
৯ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় তাঁকে আনা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৫ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। সংক্রমণ এড়াতে খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে বলে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। বাসাতেও খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবেন বলেও জানিয়েছেন তিনি। খালেদা জিয়াকে বাসায় আনার পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, ‘এখন আগের চেয়ে সুস্থ আছেন। তবে সেটা পুরোপুরি সুস্থ না। কারণ তিনি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। এ অবস্থায় তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। পেসমেকার বসাতে অস্ত্রোপচার করায় সংগত কারণেই সংক্রমণের আশঙ্কা থাকে। আর যেহেতু তিনি বিভিন্ন রোগে আক্রান্ত, এ অবস্থায় সংক্রমণ এড়াতে হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে।’
খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ থাকলেও মানসিকভাবে অত্যন্ত সবল ও সুস্থ আছেন বলেও জানান জাহিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি উনি (খালেদা জিয়া) সুস্থ হয়ে উঠবেন।’ তিনি বলেন, ‘সব চিকিৎসার সুযোগ-সুবিধা আছে, যত দ্রুত সম্ভব এ রকম চিকিৎসাকেন্দ্রে তাঁকে নিতে হবে। চিকিৎসকেরা এবারও সেই সুপারিশ করেছেন।’
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে তাঁর পরিবার সরকারের কাছে আবেদন করলেও তাতে সাড়া দেয়নি সরকার। আইনে এর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ বিষয়ে ক্ষোভ জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘আমরা দেখি-অনেক মানুষ, কোনো ধরনের অনুমতিরও প্রয়োজন হয় না। তাঁরা শুধু দলীয় আনুগত্যের কারণে, প্রতিহিংসাপরায়ণ না হওয়ার কারণে তাঁদের যেতে দেওয়া হয়। খালেদা জিয়া শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একটা ভুয়া, ষড়যন্ত্রমূলক, বানানো মামলায় আজ উনি জেলখানায়। আর দেশ লোপাটকারী মানুষেরা সবাই দিব্যি ঘুরে বেড়াচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে। কাউকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে না।’
৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এর আগে গত ২ মে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় চিকিৎসকেরা তাঁকে সিসিইউতে রেখে দুই দিন চিকিৎসা দিয়েছিলেন।
গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতে তাঁর পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। পরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় ২৭ অক্টোবর। তাঁর স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে সেই দফায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে চলতি বছরের ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ স্থগিত করে তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ছয় মাস পরপর মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।
এদিকে দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। রাজধানী ও মহানগরে সমাবেশ করার পর পূর্বঘোষণা অনুযায়ী আগামীকাল বুধবার জেলা পর্যায়ে সমাবেশ করবে দলটি। এই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন বলে জানা গেছে।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫