নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভারে ছোট একটি অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার শেষে তাঁকে বর্তমানে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি বলছে, বিকেল ৫টার দিকে খালেদা জিয়াকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকদের নেতৃত্বে অস্ত্রোপচার শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। এ সময় খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। রাত ৯টার দিকে তাঁকে সিসিইউতে নেওয়া হয়।
গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রের তিন বিশেষজ্ঞ চিকিৎসক এখন তাঁর চিকিৎসায় নিয়োজিত রয়েছেন।
আজ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করেন মার্কিন চিকিৎসকেরা। ওই বৈঠকে অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল বুধবার দিবাগত রাতে খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তিন সদস্যের একটি দল দেশে আসে। তাঁরা হলেন—জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন, হামিদ আহমেদ আবদুর রব ও ক্রিস্টোস জর্জিয়াডস।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের সদস্যরা সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন। সরকার সে আবেদন বারবার নাকচ করে দিয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাজা স্থগিত করে কারাগার থেকে মুক্তি দেয় সরকার। পরে এর মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। শর্ত দেওয়া হয়, তাঁকে দেশেই থাকতে হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভারে ছোট একটি অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার শেষে তাঁকে বর্তমানে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি বলছে, বিকেল ৫টার দিকে খালেদা জিয়াকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকদের নেতৃত্বে অস্ত্রোপচার শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। এ সময় খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। রাত ৯টার দিকে তাঁকে সিসিইউতে নেওয়া হয়।
গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রের তিন বিশেষজ্ঞ চিকিৎসক এখন তাঁর চিকিৎসায় নিয়োজিত রয়েছেন।
আজ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করেন মার্কিন চিকিৎসকেরা। ওই বৈঠকে অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল বুধবার দিবাগত রাতে খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তিন সদস্যের একটি দল দেশে আসে। তাঁরা হলেন—জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন, হামিদ আহমেদ আবদুর রব ও ক্রিস্টোস জর্জিয়াডস।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের সদস্যরা সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন। সরকার সে আবেদন বারবার নাকচ করে দিয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাজা স্থগিত করে কারাগার থেকে মুক্তি দেয় সরকার। পরে এর মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। শর্ত দেওয়া হয়, তাঁকে দেশেই থাকতে হবে।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫