নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের এই উদ্যোগকে বিএনপির স্বাগত জানানোর প্রয়োজন ছিল, আজ তারা স্বভাবগতভাবেই সমালোচনা করছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ক্ষমতায় থাকাকালীন বিএনপি ইসি গঠনের আইন করতে পারেনি কেন, সে বিষয়ে প্রশ্ন রাখেন কাদের। মন্ত্রী বলেন, প্রস্তাবিত বিল এখনো পাস হয়নি। সেখানে তারা চাইলেই মতামত দিতে পারে সুস্পষ্টভাবে। তাদের প্রতিনিধি তো সংসদে আছে। তাঁরা সেখানে জোরালো ও যুক্তির ভাষায় কথা বলতে পারেন। যেকোনো গ্রহণযোগ্য যুক্তি প্রয়োজন হলে আওয়ামী লীগ সরকার দেশ ও জনগণের স্বার্থে মেনে নেবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব বলেছেন, দেশ এখন ঘোর দুর্দশা অতিক্রম করছে। আসলে ঘোর অমানিশা নেমে এসেছে বিএনপির রাজনীতিতে। তারাই সংগঠন ও রাজনীতিতে দুর্দিন অতিক্রম করছে।
ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির কূটচাল ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারেনি।
বিএনপি নেতাদের গণ-অভ্যুত্থানের কথা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সব প্রতিকূলতা ডিঙিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে, জনগণ এখন হতাশাগ্রস্ত বিএনপির আন্দোলনের ডাককে শব্দদূষণ মনে করে। বিএনপি ’৬৯-এর মতো গণ-অভ্যুত্থানের স্বপ্ন দেখে, কিন্তু নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের বিরুদ্ধে যে অভ্যুত্থান দেখিয়েছে, তা বিএনপি দেখেও দেখে না, বুঝেও বোঝে না। এখনো অগণতান্ত্রিক পথে ক্ষমতা দখল করে জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো সওয়ার হওয়ার দিবাস্বপ্ন দেখে।
করোনার সংক্রমণ আবারও বেড়ে যাওয়া প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বাধ্যতামূলক মাস্ক পরিধানসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার সংক্রমণ বাড়লে একটি মহল গুজব ও অপপ্রচার শুরু করে, জনমনে ভীতি সঞ্চার করতে চায়। এমন পরিস্থিতিতে দেশবাসীকে সব ধরনের গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
সরকার একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের এই উদ্যোগকে বিএনপির স্বাগত জানানোর প্রয়োজন ছিল, আজ তারা স্বভাবগতভাবেই সমালোচনা করছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ক্ষমতায় থাকাকালীন বিএনপি ইসি গঠনের আইন করতে পারেনি কেন, সে বিষয়ে প্রশ্ন রাখেন কাদের। মন্ত্রী বলেন, প্রস্তাবিত বিল এখনো পাস হয়নি। সেখানে তারা চাইলেই মতামত দিতে পারে সুস্পষ্টভাবে। তাদের প্রতিনিধি তো সংসদে আছে। তাঁরা সেখানে জোরালো ও যুক্তির ভাষায় কথা বলতে পারেন। যেকোনো গ্রহণযোগ্য যুক্তি প্রয়োজন হলে আওয়ামী লীগ সরকার দেশ ও জনগণের স্বার্থে মেনে নেবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব বলেছেন, দেশ এখন ঘোর দুর্দশা অতিক্রম করছে। আসলে ঘোর অমানিশা নেমে এসেছে বিএনপির রাজনীতিতে। তারাই সংগঠন ও রাজনীতিতে দুর্দিন অতিক্রম করছে।
ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির কূটচাল ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারেনি।
বিএনপি নেতাদের গণ-অভ্যুত্থানের কথা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সব প্রতিকূলতা ডিঙিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে, জনগণ এখন হতাশাগ্রস্ত বিএনপির আন্দোলনের ডাককে শব্দদূষণ মনে করে। বিএনপি ’৬৯-এর মতো গণ-অভ্যুত্থানের স্বপ্ন দেখে, কিন্তু নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের বিরুদ্ধে যে অভ্যুত্থান দেখিয়েছে, তা বিএনপি দেখেও দেখে না, বুঝেও বোঝে না। এখনো অগণতান্ত্রিক পথে ক্ষমতা দখল করে জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো সওয়ার হওয়ার দিবাস্বপ্ন দেখে।
করোনার সংক্রমণ আবারও বেড়ে যাওয়া প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বাধ্যতামূলক মাস্ক পরিধানসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার সংক্রমণ বাড়লে একটি মহল গুজব ও অপপ্রচার শুরু করে, জনমনে ভীতি সঞ্চার করতে চায়। এমন পরিস্থিতিতে দেশবাসীকে সব ধরনের গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫