Ajker Patrika

ওবায়দুল কাদেরের সরকারি দলে থাকার অধিকার নেই, বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৯: ০৬
ওবায়দুল কাদেরের সরকারি দলে থাকার অধিকার নেই, বললেন মির্জা ফখরুল

বিএনপির নেতৃত্ব ও বিভক্তি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘উদ্ভট’ বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এত দিনেও যদি জেনে না থাকেন যে বিএনপির নেতা কে আর আন্দোলনের নেতা কে, তাঁদের সরকারি দলে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না।’ 

জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার বিকেলে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে বিএনপি নানাভাবে বিভক্ত, বিএনপির আন্দোলনের নেতা কে, আমরা জানতে চাই। এ বিষয়ে বলতে চাই, নতুন কোনো কথা নয়। বিএনপির নেতা দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া এবং তাঁর অসুস্থতার কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’ 

কাদরকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি তো এই কথাগুলো বলেন শুধু বিভ্রান্ত করার জন্য। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি দ্বিধাবিভক্ত নয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।’ 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন, সদস্যসচিব আব্দুস সালাম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত