নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া বিবৃতির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘কী চান আপনারা? কার পক্ষে, কোন খেলায় নেমেছেন? তাদের (মানবাধিকার সংস্থা) বক্তব্য সন্ত্রাসী, নাশকতামূলক কর্মকাণ্ডের পক্ষে নির্লজ্জ দালালি ছাড়া আর কিছু নয়। জাতি এসব বক্তব্য প্রত্যাখ্যান করেছে।’
আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন থেকে পৃথক বিবৃতি দেওয়া হয় ৪ আগস্ট। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরোধী দলের ওপর দমন-পীড়ন না করার অনুরোধ করে।
বিএনপির ঢাকার প্রবেশমুখে অবরোধ গণতান্ত্রিক কি না জানতে চেয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, এ রকম কর্মসূচি কোন গণতান্ত্রিক ব্যবস্থায় আছে? রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। সে জন্য হিউম্যান রাইটস ওয়াচ, তারা বলছে সরকার অতিরিক্ত বল প্রয়োগ করছে।
পশ্চিমারা কার পক্ষে ওকালতি করছে—এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, তারেক রহমানকে নিয়ে ২০০৮ সালের ৩ নভেম্বর একটি রিপোর্ট পাঠিয়েছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়াটি। তাতে পরিষ্কারভাবে বলেছিলেন, তারেক রহমান অত্যন্ত ভয়ংকর, দুর্ধর্ষ, দুর্নীতিপরায়ণ সন্ত্রাসী ও সহিংসতার প্রতীক। এখন সেই ব্যক্তি এত ভালো হয়ে গেল যে তাদের রাজনৈতিকভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়ে, তাদের নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করে সরকার উৎখাত করার খেলায় মত্ত হতে হবে।
বিদেশি সংগঠন ও বিদেশি দূতদের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘যারা আমাদের দেশের নির্বাচন নিয়ে কথা বলছেন, উন্নয়ন সহযোগী দেশ হিসেবে অনেক বিষয়ে আপনাদের কথা বলার সুযোগ আছে। কিন্তু দয়া করে এই ধরনের একজন প্রতিষ্ঠিত সন্ত্রাসী, একটি দল নিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না। দেশের উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত করতে মদদ দেবেন না, এই অনুরোধ থাকবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও কথা বলার সুযোগ দিয়েছেন উল্লেখ করে বিএনপি নেতাদের উদ্দেশে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সেই কারণে কথা বলেন। তবে সহ্যের সীমা ছাড়িয়ে যাবেন না।’
বিএনপি-জামায়াত চক্রান্ত করছে দাবি করে নানক বলেন, ‘এই চক্রান্তের অংশ হিসেবেই আজকে তারা মানুষের কাছে পৌঁছাতে না পেরে, মানুষের হৃদয়কে জয় করতে না পেরে এখন দৌড়াচ্ছে আন্তর্জাতিক মোড়লদের কাছে। এই আন্তর্জাতিক মোড়লেরা আপনাদের ক্ষমতায় আনতে পারবে না।’
বিএনপিকে সতর্ক করে নানক আরও বলেন, ‘বিএনপি নামক দলটির অবশিষ্ট রক্ষা করতে চান তাহলে নির্বাচনের পথে আসুন। নির্বাচনে অংশগ্রহণ করুন। প্রমাণ করুন বাংলাদেশের জনগণ সৃষ্টির পক্ষে না, ধ্বংসের পক্ষে?’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া বিবৃতির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘কী চান আপনারা? কার পক্ষে, কোন খেলায় নেমেছেন? তাদের (মানবাধিকার সংস্থা) বক্তব্য সন্ত্রাসী, নাশকতামূলক কর্মকাণ্ডের পক্ষে নির্লজ্জ দালালি ছাড়া আর কিছু নয়। জাতি এসব বক্তব্য প্রত্যাখ্যান করেছে।’
আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন থেকে পৃথক বিবৃতি দেওয়া হয় ৪ আগস্ট। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরোধী দলের ওপর দমন-পীড়ন না করার অনুরোধ করে।
বিএনপির ঢাকার প্রবেশমুখে অবরোধ গণতান্ত্রিক কি না জানতে চেয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, এ রকম কর্মসূচি কোন গণতান্ত্রিক ব্যবস্থায় আছে? রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। সে জন্য হিউম্যান রাইটস ওয়াচ, তারা বলছে সরকার অতিরিক্ত বল প্রয়োগ করছে।
পশ্চিমারা কার পক্ষে ওকালতি করছে—এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, তারেক রহমানকে নিয়ে ২০০৮ সালের ৩ নভেম্বর একটি রিপোর্ট পাঠিয়েছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়াটি। তাতে পরিষ্কারভাবে বলেছিলেন, তারেক রহমান অত্যন্ত ভয়ংকর, দুর্ধর্ষ, দুর্নীতিপরায়ণ সন্ত্রাসী ও সহিংসতার প্রতীক। এখন সেই ব্যক্তি এত ভালো হয়ে গেল যে তাদের রাজনৈতিকভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়ে, তাদের নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করে সরকার উৎখাত করার খেলায় মত্ত হতে হবে।
বিদেশি সংগঠন ও বিদেশি দূতদের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘যারা আমাদের দেশের নির্বাচন নিয়ে কথা বলছেন, উন্নয়ন সহযোগী দেশ হিসেবে অনেক বিষয়ে আপনাদের কথা বলার সুযোগ আছে। কিন্তু দয়া করে এই ধরনের একজন প্রতিষ্ঠিত সন্ত্রাসী, একটি দল নিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না। দেশের উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত করতে মদদ দেবেন না, এই অনুরোধ থাকবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও কথা বলার সুযোগ দিয়েছেন উল্লেখ করে বিএনপি নেতাদের উদ্দেশে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সেই কারণে কথা বলেন। তবে সহ্যের সীমা ছাড়িয়ে যাবেন না।’
বিএনপি-জামায়াত চক্রান্ত করছে দাবি করে নানক বলেন, ‘এই চক্রান্তের অংশ হিসেবেই আজকে তারা মানুষের কাছে পৌঁছাতে না পেরে, মানুষের হৃদয়কে জয় করতে না পেরে এখন দৌড়াচ্ছে আন্তর্জাতিক মোড়লদের কাছে। এই আন্তর্জাতিক মোড়লেরা আপনাদের ক্ষমতায় আনতে পারবে না।’
বিএনপিকে সতর্ক করে নানক আরও বলেন, ‘বিএনপি নামক দলটির অবশিষ্ট রক্ষা করতে চান তাহলে নির্বাচনের পথে আসুন। নির্বাচনে অংশগ্রহণ করুন। প্রমাণ করুন বাংলাদেশের জনগণ সৃষ্টির পক্ষে না, ধ্বংসের পক্ষে?’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫