সারাদেশে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া, রাস্তা অবরোধ, সড়কে টায়াল জ্বালানোর ঘটনা ঘটছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে চলছে যানবাহন। তবে বেশ কিছু জেলায় হরতালের কোনো প্রভাব পড়েনি। আমাদের প্রতিনিধিদের পাওয়া খবরে জানা গেছে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহে হরতালের কোনো প্রভাব নেই। জনজীবন স্বাভাবিক রয়েছে। হরতালের সমর্থনে কোনো মিছিলও নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
যশোর প্রতিনিধি জানিয়েছেন, হরতাল সমর্থনে হেফাজতকর্মীদের কোথাও পিকেটিং বা অবস্থান নিতে দেখা যায়নি। তবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। তবে শহরের বিপণী বিতানগুলো সাবধানতা অবলম্বন করছে খুলেছে। তবে আতংক থাকলেও অফিস আদালতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে।
অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক ছিলও। তবে দূরপাল্লার বাস চলাচল রয়েছে সীমিত। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত বাস চলাচল বন্ধ আছে। তবে বিমান ও ট্রেন চলাচল স্বাভাবিক আছে। চলছে সব ধরণের ছোট যানবাহনও।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হেফাজত নেতৃবৃন্দের সাথেও দফায় দফায় বৈঠক হয়েছে। তারাও শান্তিপূর্ণ অবস্থানে থাকার আশ্বাস দিয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়ায় সকাল থেকে স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচল করছে। খুলেছে দোকান পাট ও অফিস আদালত।
শহরের মজমপুর থেকে দূরপাল্লার সমস্ত যানবাহন যথারীতি ছেড়ে গেছে। চলাচল করছে স্থানীয় রুটের সকল যানবাহনও।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানিয়েছে, হরতালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। মাঠেও পুলিশ মোতায়েন করা আছে।
এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। তবে, হরতালের পক্ষে কোথাও কোন মিছিল বা কর্মসূচি দেখা যায়নি। ঘটেনি কোন অপ্রীতিকর ঘটনাও।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, হেফাজতের সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি শহরে। স্বাভাবিকভাবেই চলছে গণ-পরিবহন ও অফিস আদালতের কার্যক্রম।
তবে হরতালকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন তারা।
ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে গেছে যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন। তবে যাত্রী সংখ্যা ছিল কিছুটা কম।
শহরে হেফাজতের ডাকা হরতালের ও তাদের সহিংসতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের বিভিন্ন স্থানে পুলিশের অবস্থান রয়েছে।
সারাদেশে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া, রাস্তা অবরোধ, সড়কে টায়াল জ্বালানোর ঘটনা ঘটছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে চলছে যানবাহন। তবে বেশ কিছু জেলায় হরতালের কোনো প্রভাব পড়েনি। আমাদের প্রতিনিধিদের পাওয়া খবরে জানা গেছে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহে হরতালের কোনো প্রভাব নেই। জনজীবন স্বাভাবিক রয়েছে। হরতালের সমর্থনে কোনো মিছিলও নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
যশোর প্রতিনিধি জানিয়েছেন, হরতাল সমর্থনে হেফাজতকর্মীদের কোথাও পিকেটিং বা অবস্থান নিতে দেখা যায়নি। তবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। তবে শহরের বিপণী বিতানগুলো সাবধানতা অবলম্বন করছে খুলেছে। তবে আতংক থাকলেও অফিস আদালতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে।
অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক ছিলও। তবে দূরপাল্লার বাস চলাচল রয়েছে সীমিত। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত বাস চলাচল বন্ধ আছে। তবে বিমান ও ট্রেন চলাচল স্বাভাবিক আছে। চলছে সব ধরণের ছোট যানবাহনও।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হেফাজত নেতৃবৃন্দের সাথেও দফায় দফায় বৈঠক হয়েছে। তারাও শান্তিপূর্ণ অবস্থানে থাকার আশ্বাস দিয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়ায় সকাল থেকে স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচল করছে। খুলেছে দোকান পাট ও অফিস আদালত।
শহরের মজমপুর থেকে দূরপাল্লার সমস্ত যানবাহন যথারীতি ছেড়ে গেছে। চলাচল করছে স্থানীয় রুটের সকল যানবাহনও।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানিয়েছে, হরতালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। মাঠেও পুলিশ মোতায়েন করা আছে।
এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। তবে, হরতালের পক্ষে কোথাও কোন মিছিল বা কর্মসূচি দেখা যায়নি। ঘটেনি কোন অপ্রীতিকর ঘটনাও।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, হেফাজতের সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি শহরে। স্বাভাবিকভাবেই চলছে গণ-পরিবহন ও অফিস আদালতের কার্যক্রম।
তবে হরতালকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন তারা।
ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে গেছে যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন। তবে যাত্রী সংখ্যা ছিল কিছুটা কম।
শহরে হেফাজতের ডাকা হরতালের ও তাদের সহিংসতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের বিভিন্ন স্থানে পুলিশের অবস্থান রয়েছে।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২৪ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২৫ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২৫ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫