Ajker Patrika

বিএনপি উসকানি দিয়ে লাশ ফেলতে চায়: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি উসকানি দিয়ে লাশ ফেলতে চায়: কাদের

বিএনপি উসকানি দিয়ে লাশ ফেলতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খুলনার জনসভায় দলটি চিহ্নিত সন্ত্রাসীদের জড়ো করেছে বলেও দাবি করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘এখন তাদের উদ্দেশ্য হলো একটা ঘটনা ঘটানো, তাদের উদ্দেশ্য হলো তারা লাশ ফেলতে চায়। লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। কিন্তু তাদের এই উদ্দেশ্য আমরা সফল হতে দেব না। আমরা কোনো প্রকার উসকানি দেব না।’

আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় এ অভিযোগ করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আমরা যা বলছি রাজনৈতিকভাবে বলছি, আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চাই। আর তারা যদি তাদের সহিংসতার অবস্থানে আসে, তাহলে এটা ১৩-১৪ সাল নয় এখন ২০২২ সাল। এখানে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সমুচিত জবাব আমরা দেব।

কোন নেতা-কর্মী আহত বা নিহত হলে এর দায় সরকারকে নিতে হবে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এখন তারা যদি উসকানি দিয়ে লাশ ফেলতে চায়, এখানে সরকার দায় নেবে না।’

বিএনপি রাজপথ দখলে নিয়েছে বলে যে দাবি করেছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘রাজপথ, সেটা রাজধানী ঢাকার রাজপথে সময় হলে দেখা যাবে। আমিতো তাদের বলেছি, আপনারা খেলতে চান? আসুন মাঠে। রাজপথ আমরা কাউকে ইজারা দেই নাই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ডিসেম্বরের রাজপথের চেতনা আমরা ধারণ করি। বিজয়ের চেতনা বিএনপির নেই, কাজেই রাজপথের যে মোকাবিলা, বিএনপির এখানে চ্যালেঞ্জ করার কোনো কিছু নেই। ডিসেম্বর মাস আসুক আমরা ক্ষমতায় আছি, আমরা হুট করে মাথা গরম করব? এটা উচিত নয়।’

আওয়ামী লীগ সরকার দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘দেশটা শান্তিতে থাকুক, মানুষ স্বস্তিতে থাকুক, সেটাই আমরা চাই। আমরা চাই না দেশে অশান্তি হোক, বিশৃঙ্খলা হোক। সেটাতো ক্ষমতাসীন দল হিসেবে আমাদেরই ক্ষতি।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ক্ষতিটা কেনো গায়ে পড়ে ডেকে আনব? আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি। তারা এখন পতাকায় লাঠির সঙ্গে জাতীয় পতাকা নিয়ে এসে ভয় দেখাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত