Ajker Patrika

খালেদা জিয়া বাসায় ফিরছেন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মে ২০২৩, ১৬: ০২
খালেদা জিয়া বাসায় ফিরছেন আজ

হাসপাতাল থেকে বাসায় নেওয়া হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁকে গুলশানের বাসায় আনা হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

মেডিকেল বোর্ডের পরামর্শে গত শনিবার খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। পরে বোর্ডের পরামর্শেই সেখানে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলে। এরই মধ্যে তাঁর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গত শনিবার বলেছিলেন, হাসপাতালের একটি কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। আগের চেয়ে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত