নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তাঁর মতে আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে পড়ায় টিকা পাওয়ার ক্ষেত্রে তার প্রভাব পড়ছে।
জি এম কাদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দেশ সফর করে করোনার টিকা না পেয়ে দেশে এসে গভীর হতাশা প্রকাশ করেছেন। গণমাধ্যমকে বলেছেন, ধনী দেশগুলো নাকি বাংলাদেশকে টিকা দিতে রাজি হচ্ছে না। সেটা হয়ে থাকলে বিশ্বে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে।’
শনিবার রাজধানীর বারিধারায় যুগান্তর ভবন মিলনায়তনে জাতীয় যুব সংহতির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে জি এম কাদের বলেন, দলীয়করণের কারণে দেশে সুশাসন নেই। সরকারি দল না করলে পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পাওয়া যায় না। সর্বনিম্ন দরদাতা হয়েও কাজ পাচ্ছেন না ঠিকাদাররা। সরকারি দলের নেতা-কর্মীরা অপরাধ করেও খালাস পেয়ে যান। সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হচ্ছে না।
দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপির বিকল্পশক্তি হিসেবে জাতীয় পার্টিকে প্রত্যাশা করছে-এমন মন্তব্য করে দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। এর অংশ হিসেবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব জেলা কাউন্সিল শেষ করার নির্দেশনা দেন তিনি।
প্রতিটি নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে ৮টি বিভাগীয় শহরে কর্মী সমাবেশ করা হবে। পরিস্থিতির উন্নতি হলে বিভাগীয় শহরে জনসভা করা হবে। তখন জাতীয় পার্টি রাজনীতির রোডম্যাপ ঘোষণা করবে।
জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও জাপার ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে সভায় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, শেখ সারোয়ার হোসেন, দ্বীন ইসলাম শেখসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তাঁর মতে আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে পড়ায় টিকা পাওয়ার ক্ষেত্রে তার প্রভাব পড়ছে।
জি এম কাদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দেশ সফর করে করোনার টিকা না পেয়ে দেশে এসে গভীর হতাশা প্রকাশ করেছেন। গণমাধ্যমকে বলেছেন, ধনী দেশগুলো নাকি বাংলাদেশকে টিকা দিতে রাজি হচ্ছে না। সেটা হয়ে থাকলে বিশ্বে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে।’
শনিবার রাজধানীর বারিধারায় যুগান্তর ভবন মিলনায়তনে জাতীয় যুব সংহতির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে জি এম কাদের বলেন, দলীয়করণের কারণে দেশে সুশাসন নেই। সরকারি দল না করলে পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পাওয়া যায় না। সর্বনিম্ন দরদাতা হয়েও কাজ পাচ্ছেন না ঠিকাদাররা। সরকারি দলের নেতা-কর্মীরা অপরাধ করেও খালাস পেয়ে যান। সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হচ্ছে না।
দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপির বিকল্পশক্তি হিসেবে জাতীয় পার্টিকে প্রত্যাশা করছে-এমন মন্তব্য করে দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। এর অংশ হিসেবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব জেলা কাউন্সিল শেষ করার নির্দেশনা দেন তিনি।
প্রতিটি নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে ৮টি বিভাগীয় শহরে কর্মী সমাবেশ করা হবে। পরিস্থিতির উন্নতি হলে বিভাগীয় শহরে জনসভা করা হবে। তখন জাতীয় পার্টি রাজনীতির রোডম্যাপ ঘোষণা করবে।
জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও জাপার ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে সভায় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, শেখ সারোয়ার হোসেন, দ্বীন ইসলাম শেখসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫