নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি আসনে দলীয় মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রংপুরে ৩৩টি ও রাজশাহী বিভাগের ৩৯টি আসনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। পুরোপুরি সব বিভাগের মনোনয়ন শেষ হলে একসঙ্গে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১ জন শীর্ষস্থানীয় নেতা।
আগামীকাল আবার বৈঠক বসবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আজকের মতো সভা মুলতবি হয়েছে। আগামী ২৫ তারিখের মধ্যে সমস্ত মনোনয়ন চূড়ান্ত হবে বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘আজকে যাঁরা মনোনীত হয়েছেন, আমার জানামতে রাজনীতির বাইরে কেউ আসেননি। হয়তো পরে আসবে। রংপুর ও রাজশাহীতে রাজনীতির বাইরে কেউ আসেননি।’
বর্তমান সংসদ সদস্যদের মধ্যে কেউ বাদ পড়েছেন কি না—এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান সংসদের মধ্যে কজন বাদ পড়েছেন, তা এই মুহূর্তে বলতে পারছি না। তবে কিছু কিছু বাদ পড়েছেন। জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকে আমরা গুরুত্ব দিয়েছি।’
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে এমন অনেক দলও আসতে পারে, যেটা আমিও ভাবছি না, আপনিও ভাবছেন না।’
রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি আসনে দলীয় মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রংপুরে ৩৩টি ও রাজশাহী বিভাগের ৩৯টি আসনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। পুরোপুরি সব বিভাগের মনোনয়ন শেষ হলে একসঙ্গে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১ জন শীর্ষস্থানীয় নেতা।
আগামীকাল আবার বৈঠক বসবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আজকের মতো সভা মুলতবি হয়েছে। আগামী ২৫ তারিখের মধ্যে সমস্ত মনোনয়ন চূড়ান্ত হবে বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘আজকে যাঁরা মনোনীত হয়েছেন, আমার জানামতে রাজনীতির বাইরে কেউ আসেননি। হয়তো পরে আসবে। রংপুর ও রাজশাহীতে রাজনীতির বাইরে কেউ আসেননি।’
বর্তমান সংসদ সদস্যদের মধ্যে কেউ বাদ পড়েছেন কি না—এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান সংসদের মধ্যে কজন বাদ পড়েছেন, তা এই মুহূর্তে বলতে পারছি না। তবে কিছু কিছু বাদ পড়েছেন। জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকে আমরা গুরুত্ব দিয়েছি।’
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে এমন অনেক দলও আসতে পারে, যেটা আমিও ভাবছি না, আপনিও ভাবছেন না।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫