Ajker Patrika

তালেবানের উত্থানে দেশের একটি গোষ্ঠী উল্লসিত: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৮: ০২
তালেবানের উত্থানে দেশের একটি গোষ্ঠী উল্লসিত: ওবায়দুল কাদের

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের ঘটনাকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দক্ষিণ এশিয়ার ক্ষমতার মঞ্চে পালাবদলে আজ বাংলাদেশের একটি সাম্প্রদায়িক গোষ্ঠী উৎসাহিত হচ্ছে, উল্লসিত হচ্ছে। আজকে আবারও তাই মনে করি, সামনের দিনগুলোতে ষড়যন্ত্রের তীব্র স্রোত আরও বৈরী হবে। 

আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এমন আশঙ্কার কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যুক্ত হন। 

ওবায়দুল কাদের বলেন, দুর্যোগের সংকটে পরীক্ষিত মানবিক নেতৃত্ব শেখ হাসিনার সামনে অনেক চ্যালেঞ্জ। আওয়ামী লীগের সামনে অনেক চ্যালেঞ্জ। তিনি আমাদের আস্থার সুবর্ণ রেখা। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তিনি সৃষ্টির পতাকা ওড়ান। 

তিনি বলেন, জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরি করে করোনা সংকট মোকাবেলায় তাঁর (শেখ হাসিনা) নেতৃত্ব আজ বিশ্বব্যাপী প্রশংসিত। যত ষড়যন্ত্রই হোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়েই যাবে। 

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য পারভিন জাহান কল্পনা. ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের হুমায়ুন কবির, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত