Ajker Patrika

আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মে ২০২২, ১৫: ৩২
আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয় এবং বিদেশে তাদের কোনো প্রভু নেই বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁর দাবি, বিদেশে বিএনপির অনেক প্রভু আছে এবং তারা যখন তখন তাদের কাছে নালিশ জানায়। 

আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। 

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ যাদের ক্ষমতার উৎস, তাদের অন্য কোনো শক্তির কাছে জিম্মি হতে হয় না।’

কাদের বলেন, ‘তিস্তা নদী পানি বণ্টনের অমীমাংসিত বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ সাহায্য চাইতেই পারে। কারণ এটা জাতীয় স্বার্থ। ২১ বছর বিরোধ রেখে দেশের কোনো লাভ হয়নি, ক্ষতি হয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই আলোচনা করে সব সমস্যার সমাধান করতে হবে।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে আওয়ামী লীগের বন্ধু থাকলেও কোনো প্রভু নেই। বিদেশে বিএনপির প্রভু অনেক। প্রভুদের কাছে তারা নালিশ জানায়। আওয়ামী লীগের বিদেশে যারা আছে তারা বন্ধু, প্রভু নয়।’ 

মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতি মানুষদের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা আজ মে দিবস পালন করছেন। এটি আজ একটি ঐক্যের দিন।’ 

কাদের আরও বলেন, এ দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে সবার আগে পৌঁছে যায় আওয়ামী লীগ। সংকটে, দুর্যোগে আওয়ামী লীগ কখনো হতাশ হয় না। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত