নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, তাঁরা সব সময় জুলাই সনদের পক্ষে। যে পরিবর্তনের জন্য মানুষ রক্ত দিয়েছে, তা যদি বাস্তবায়ন না হয়, তাহলে এই আত্মত্যাগ অর্থহীন হয়ে যাবে।
আজ বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের অষ্টম দিনের আলোচনার বিরতিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাই সনদের বিষয়ে তাহের এসব কথা বলেন।
মুহাম্মদ তাহের বলেন, ‘আমরা সব সময় জুলাই সনদের পক্ষে। যে পরিবর্তনের জন্য আমরা রক্ত দিয়েছি, তার কিছুই যদি না হয়, আগের অবস্থাই যদি থাকি, তাহলে এই আত্মত্যাগ একেবারে অর্থহীন হয়ে যাবে।’
তিনি বাংলাদেশের গণ-অভ্যুত্থানকে বিশ্বের অন্যান্য বিপ্লব থেকে ব্যতিক্রমী বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশে বিপ্লব, গণ-অভ্যুত্থান হয়েছে, তবে বাংলাদেশেরটা ব্যতিক্রম। কারণ, এই আন্দোলনে শিশু থেকে শুরু করে লাঠিতে ভর দেওয়া বৃদ্ধ পর্যন্ত অংশ নিয়েছে। শুধু ছাত্র নয়, সব পেশাজীবী মানুষ যোগ দিয়েছিলেন।’
নির্বাচনী আসনের সীমানা নির্ধারণে একটি কমিটি গঠনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলেও দাবি করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, এ বিষয়ে একটি পরিবর্তন এসেছে, যেখানে একটি বিশেষায়িত কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করবে।
তাহের জানান, সীমান্ত নির্ধারণের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এটি খুব গুরুত্বপূর্ণ। এ জন্য নির্বাচন কমিশনের বিশেষজ্ঞ টিমের যে অ্যাডভাইজার থাকবে, তারা পরামর্শ দেবে। তিনি আরও উল্লেখ করেন, ১০ বছর পর পর আদমশুমারির জন্য এই কমিটি একটি সাংবিধানিক কমিটি হিসেবে কাজ করবে এবং সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে। তাঁর মতে, এ কমিটি স্বাধীন হবে এবং বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত হবে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, তাঁরা সব সময় জুলাই সনদের পক্ষে। যে পরিবর্তনের জন্য মানুষ রক্ত দিয়েছে, তা যদি বাস্তবায়ন না হয়, তাহলে এই আত্মত্যাগ অর্থহীন হয়ে যাবে।
আজ বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের অষ্টম দিনের আলোচনার বিরতিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাই সনদের বিষয়ে তাহের এসব কথা বলেন।
মুহাম্মদ তাহের বলেন, ‘আমরা সব সময় জুলাই সনদের পক্ষে। যে পরিবর্তনের জন্য আমরা রক্ত দিয়েছি, তার কিছুই যদি না হয়, আগের অবস্থাই যদি থাকি, তাহলে এই আত্মত্যাগ একেবারে অর্থহীন হয়ে যাবে।’
তিনি বাংলাদেশের গণ-অভ্যুত্থানকে বিশ্বের অন্যান্য বিপ্লব থেকে ব্যতিক্রমী বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশে বিপ্লব, গণ-অভ্যুত্থান হয়েছে, তবে বাংলাদেশেরটা ব্যতিক্রম। কারণ, এই আন্দোলনে শিশু থেকে শুরু করে লাঠিতে ভর দেওয়া বৃদ্ধ পর্যন্ত অংশ নিয়েছে। শুধু ছাত্র নয়, সব পেশাজীবী মানুষ যোগ দিয়েছিলেন।’
নির্বাচনী আসনের সীমানা নির্ধারণে একটি কমিটি গঠনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলেও দাবি করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, এ বিষয়ে একটি পরিবর্তন এসেছে, যেখানে একটি বিশেষায়িত কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করবে।
তাহের জানান, সীমান্ত নির্ধারণের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এটি খুব গুরুত্বপূর্ণ। এ জন্য নির্বাচন কমিশনের বিশেষজ্ঞ টিমের যে অ্যাডভাইজার থাকবে, তারা পরামর্শ দেবে। তিনি আরও উল্লেখ করেন, ১০ বছর পর পর আদমশুমারির জন্য এই কমিটি একটি সাংবিধানিক কমিটি হিসেবে কাজ করবে এবং সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে। তাঁর মতে, এ কমিটি স্বাধীন হবে এবং বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত হবে।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২২ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২৩ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২৩ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২৩ দিন আগে