নিজস্ব প্রতিবেদক
ঢাকা: কারাগারে যাওয়া হেফাজত নেতাদের আপাতত আর নতুন করে রিমান্ড আবেদন করা হচ্ছে না। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হয়েছে। নাশকতায় সরাসরি জড়িত ও ইন্ধনদাতাদের তালিকা করা হয়েছে। তালিকা ধরে বাকিদের গ্রেপ্তার করা হবে বলে সোমবার বিকালে আজকের পত্রিকাকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম।
নাশকতার মামলায় ডিবির হাতে গ্রেপ্তার হওয়া হেফাজতের ২৫ শীর্ষ নেতা বর্তমানে কারাগারে রয়েছেন।
মাহবুব আলম বলেন, নাশকতার সাথে জড়িত নতুন আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করছি। অর্থদাতা ও ইন্ধনদাতাসহ সরাসরি হামলায় জড়িতদের গ্রেপ্তারে কোনও ছাড় দেওয়া হবে না। জামায়াত থেকে যারা হেফাজতে এসেছে এবং জামায়াতের নেতৃত্বে থাকা যারা নাশকতায় ইন্ধন দিয়েছে তাঁদেরকে গ্রেপ্তার করা হবে। তবে হেফাজতের নাশকতায় নেই, সরাসরি জামায়াত করে এমন নেতাদের আপাতত গ্রেপ্তারের সিদ্ধান্ত নেই।
নতুন করে হেফাজতের শীর্ষ নেতাদের রিমান্ড আবেদন না করার কারণ হিসাবে তিনি বলেন, হেফাজতের কিছু মামলা সিআইডিসহ অন্যান্য সংস্থায় হস্তান্তর করা হয়েছে। সিআইডি তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে। তাই নতুন করে ডিবি তাঁদের আপাতত রিমান্ডে আনবে না।
সিআইডি কর্মকর্তারা জানান, ২০১৬ সালের পাঁচটি মামলা ও সাম্প্রতিক সময়ের ১৮টি মামলাসহ মোট ২৩টি মামলার তদন্ত করছে সিআইডি। হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় যারা সরাসরি জড়িত ছিলও, ইন্ধন দিয়েছে তাঁদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে যেসব হেফাজত নেতা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন তাঁদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।
এর আগে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত কাজ শেষ করা হবে। অপরাধের সঙ্গে জড়িতের গ্রেপ্তারের পাশাপাশি গ্রপ্তারকৃত হেফাজত নেতাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
ঢাকা: কারাগারে যাওয়া হেফাজত নেতাদের আপাতত আর নতুন করে রিমান্ড আবেদন করা হচ্ছে না। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হয়েছে। নাশকতায় সরাসরি জড়িত ও ইন্ধনদাতাদের তালিকা করা হয়েছে। তালিকা ধরে বাকিদের গ্রেপ্তার করা হবে বলে সোমবার বিকালে আজকের পত্রিকাকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম।
নাশকতার মামলায় ডিবির হাতে গ্রেপ্তার হওয়া হেফাজতের ২৫ শীর্ষ নেতা বর্তমানে কারাগারে রয়েছেন।
মাহবুব আলম বলেন, নাশকতার সাথে জড়িত নতুন আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করছি। অর্থদাতা ও ইন্ধনদাতাসহ সরাসরি হামলায় জড়িতদের গ্রেপ্তারে কোনও ছাড় দেওয়া হবে না। জামায়াত থেকে যারা হেফাজতে এসেছে এবং জামায়াতের নেতৃত্বে থাকা যারা নাশকতায় ইন্ধন দিয়েছে তাঁদেরকে গ্রেপ্তার করা হবে। তবে হেফাজতের নাশকতায় নেই, সরাসরি জামায়াত করে এমন নেতাদের আপাতত গ্রেপ্তারের সিদ্ধান্ত নেই।
নতুন করে হেফাজতের শীর্ষ নেতাদের রিমান্ড আবেদন না করার কারণ হিসাবে তিনি বলেন, হেফাজতের কিছু মামলা সিআইডিসহ অন্যান্য সংস্থায় হস্তান্তর করা হয়েছে। সিআইডি তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে। তাই নতুন করে ডিবি তাঁদের আপাতত রিমান্ডে আনবে না।
সিআইডি কর্মকর্তারা জানান, ২০১৬ সালের পাঁচটি মামলা ও সাম্প্রতিক সময়ের ১৮টি মামলাসহ মোট ২৩টি মামলার তদন্ত করছে সিআইডি। হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় যারা সরাসরি জড়িত ছিলও, ইন্ধন দিয়েছে তাঁদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে যেসব হেফাজত নেতা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন তাঁদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।
এর আগে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত কাজ শেষ করা হবে। অপরাধের সঙ্গে জড়িতের গ্রেপ্তারের পাশাপাশি গ্রপ্তারকৃত হেফাজত নেতাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২১ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২২ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২২ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২২ দিন আগে