নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক পাঠাবে কি না তা নিয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির প্রতিনিধি দলের আলোচনা হয়েছে। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও বৈঠকসংশ্লিষ্ট সূত্র বিষয়টি বিষয়টি নিশ্চিত করছেন।
বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য আজ সোমবার বিকেল সোয়া ৪টার পরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির রাজধানীর গুলশানের বাসভবনে যায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. জমিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।
এক ঘণ্টা বেশি সময় দুই পক্ষের বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপকমিটির সদস্য তারিক হাসান ও ইমরানুল হাই শফি ছিলেন।
বৈঠক শেষে দলের সূত্র জানায়, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে ইইউ রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাঁরা নির্বাচনী প্রস্তুতির বিষয় নিয়ে কথা বলেন। আওয়ামী লীগ থেকে ইইউকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়েও সেখানে আলোচনা হয়।
এই বৈঠককে ‘সৌজন্যমূলক’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বৈঠক সিরিয়াস কিছু না। ওদের সঙ্গে আমাদের প্রধান বৈঠকটা আগামী ১৫ জুলাই দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে হবে। সেই দিন আপনাদের পুরো ব্যাপারটা জানানো হবে।
সব দল নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শাম্মী আহমেদ বলেন, ‘এটা আমাদের এজেন্ডায় ছিল না। কোন দল আসবে না আসবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এগুলো নিয়ে তাদের আলোচনা করা আমার জায়গা থেকে শোভন মনে করি না। এগুলো নিয়ে আলোচনা হয় নাই।’
ইইউ প্রতিনিধি আপনাদের কোন প্রস্তাব দিয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাম্মী বলেন, তারা কোনো প্রস্তাব আমাদেরকে দেয়নি। যেহেতু আমাদের আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নির্ধারিত আছে। তাই এখানে এ নিয়ে কোন আলোচনা হয়নি।
সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইইউ প্রতিনিধি দল। এ বিষয়ে বৈঠকে আবারও আওয়ামী লীগের প্রতিনিধি দলকে জানায় সফরকারীরা।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক পাঠাবে কি না তা নিয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির প্রতিনিধি দলের আলোচনা হয়েছে। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও বৈঠকসংশ্লিষ্ট সূত্র বিষয়টি বিষয়টি নিশ্চিত করছেন।
বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য আজ সোমবার বিকেল সোয়া ৪টার পরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির রাজধানীর গুলশানের বাসভবনে যায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. জমিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।
এক ঘণ্টা বেশি সময় দুই পক্ষের বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপকমিটির সদস্য তারিক হাসান ও ইমরানুল হাই শফি ছিলেন।
বৈঠক শেষে দলের সূত্র জানায়, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে ইইউ রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাঁরা নির্বাচনী প্রস্তুতির বিষয় নিয়ে কথা বলেন। আওয়ামী লীগ থেকে ইইউকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়েও সেখানে আলোচনা হয়।
এই বৈঠককে ‘সৌজন্যমূলক’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বৈঠক সিরিয়াস কিছু না। ওদের সঙ্গে আমাদের প্রধান বৈঠকটা আগামী ১৫ জুলাই দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে হবে। সেই দিন আপনাদের পুরো ব্যাপারটা জানানো হবে।
সব দল নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শাম্মী আহমেদ বলেন, ‘এটা আমাদের এজেন্ডায় ছিল না। কোন দল আসবে না আসবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এগুলো নিয়ে তাদের আলোচনা করা আমার জায়গা থেকে শোভন মনে করি না। এগুলো নিয়ে আলোচনা হয় নাই।’
ইইউ প্রতিনিধি আপনাদের কোন প্রস্তাব দিয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাম্মী বলেন, তারা কোনো প্রস্তাব আমাদেরকে দেয়নি। যেহেতু আমাদের আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নির্ধারিত আছে। তাই এখানে এ নিয়ে কোন আলোচনা হয়নি।
সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইইউ প্রতিনিধি দল। এ বিষয়ে বৈঠকে আবারও আওয়ামী লীগের প্রতিনিধি দলকে জানায় সফরকারীরা।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২৪ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২৪ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২৫ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২৫ দিন আগে