নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। আজ রোববার (১৫ জুন) পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে গণসংহতি আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এর আগে আজ বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস সংক্রমণে ভুগছিলেন। দুই মাস ধরে তিনি চিকিৎসার জন্য একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর মৃত্যুতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল শোক প্রকাশ করে বার্তায় বলেন, মোস্তফা মোহসিন মন্টু বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে সক্রিয় থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তিনি ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হারাল। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
এদিকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক শোকবার্তায় বলেন, ‘মোস্তফা মোহসিন মন্টু ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিসংগ্রামের অন্যতম নায়ক। বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে জনগণের সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলন ও চব্বিশের গণ-অভ্যুত্থানে তিনি জনগণের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন।’ নেতারা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসিন মন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আজ রোববার বাদ এশা কাঁটাবনের বায়তুল মামুর জামে মসজিদে। আগামীকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের নেকরোজবাগ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
কাল সোমবার বেলা ২টা-৩টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে রাখা হবে মোস্তফা মোহসীন মন্টুর মরদেহ। শ্রদ্ধা জানানো শেষে বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। আজ রোববার (১৫ জুন) পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে গণসংহতি আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এর আগে আজ বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস সংক্রমণে ভুগছিলেন। দুই মাস ধরে তিনি চিকিৎসার জন্য একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর মৃত্যুতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল শোক প্রকাশ করে বার্তায় বলেন, মোস্তফা মোহসিন মন্টু বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে সক্রিয় থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তিনি ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হারাল। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
এদিকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক শোকবার্তায় বলেন, ‘মোস্তফা মোহসিন মন্টু ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিসংগ্রামের অন্যতম নায়ক। বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে জনগণের সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলন ও চব্বিশের গণ-অভ্যুত্থানে তিনি জনগণের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন।’ নেতারা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসিন মন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আজ রোববার বাদ এশা কাঁটাবনের বায়তুল মামুর জামে মসজিদে। আগামীকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের নেকরোজবাগ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
কাল সোমবার বেলা ২টা-৩টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে রাখা হবে মোস্তফা মোহসীন মন্টুর মরদেহ। শ্রদ্ধা জানানো শেষে বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৮ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৮ দিন আগে