নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ শুরু করেছেন, বিএনপির সেটিকে স্বাগত জানানো উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সংলাপ নিয়ে দলটির নেতারা মুখে অনেক কথা বললেও বিএনপি এই সংলাপে অংশ নেবে বলে আশা করছেন তিনি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ‘জাতির পিতা শেখ মুজিব’ প্রামাণ্য গ্রন্থের মোড়ক উন্মোচন করে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘রাষ্ট্রপতির সংলাপকে বিএনপিসহ সবাইকে স্বাগত জানানো উচিত। ভারতে নির্বাচন কমিশন গঠনের আগে কোনো সংলাপ হয় না। অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে বহু বছর ধরে নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্রের চর্চা হচ্ছে, সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে কোনো সংলাপ হয় না। বাংলাদেশে যে সংলাপ হচ্ছে, একে ইতিবাচক হিসেবে স্বাগত জানানো প্রয়োজন ছিল।’
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে সমালোচনা থাকলেও এটিকে কার্যকর বলেই মনে করছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘গতবারও রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। সেটি যে সঠিকভাবে গঠিত হয়েছিল, তার প্রমাণ হচ্ছেন মাহবুব তালুকদার। যিনি নির্বাচন কমিশনের অনেক বিষয়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন। অনেকে বলেন, তিনি বিএনপি বা বিরোধীদের পক্ষ হয়ে কথা বলেন। উনিও সংলাপের মাধ্যমেই কমিশনার হিসেবে স্থান পেয়েছেন। এটিতেই প্রমাণিত হয় সংলাপ কার্যকর। ’
ছাগল খুঁজতে সার্চ কমিটি করা হয় বলে বিএনপি নেতাদের দাবির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘যখন নিজেরা বিশেষ কোনো প্রাণীর মতো আচরণ করে, অন্যকেও সেই একই প্রাণীর মতো মনে করে, বিষয়টি ঠিক সে রকম।’
দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর স্ত্রীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে নাম প্রস্তাব করেছে জাতীয় পার্টি। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে। আপনার দৃষ্টিতে এটা কেমন হয়েছে—এই প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘উনি কেন ওনার স্ত্রীর নাম প্রস্তাব করেছেন, সেই ব্যাখ্যা তো আমি দিতে পারব না। সেটি মুজিবুল হক চুন্নুকে জিজ্ঞেস করলে ভালো হয়।’
উল্লেখ্য, চুন্নুর স্ত্রী রোকসানা কাদের ১৯৮৩ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। অতিরিক্ত সচিবের পদে থেকে অবসরে গেছেন তিনি।
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ শুরু করেছেন, বিএনপির সেটিকে স্বাগত জানানো উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সংলাপ নিয়ে দলটির নেতারা মুখে অনেক কথা বললেও বিএনপি এই সংলাপে অংশ নেবে বলে আশা করছেন তিনি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ‘জাতির পিতা শেখ মুজিব’ প্রামাণ্য গ্রন্থের মোড়ক উন্মোচন করে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘রাষ্ট্রপতির সংলাপকে বিএনপিসহ সবাইকে স্বাগত জানানো উচিত। ভারতে নির্বাচন কমিশন গঠনের আগে কোনো সংলাপ হয় না। অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে বহু বছর ধরে নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্রের চর্চা হচ্ছে, সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে কোনো সংলাপ হয় না। বাংলাদেশে যে সংলাপ হচ্ছে, একে ইতিবাচক হিসেবে স্বাগত জানানো প্রয়োজন ছিল।’
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে সমালোচনা থাকলেও এটিকে কার্যকর বলেই মনে করছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘গতবারও রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। সেটি যে সঠিকভাবে গঠিত হয়েছিল, তার প্রমাণ হচ্ছেন মাহবুব তালুকদার। যিনি নির্বাচন কমিশনের অনেক বিষয়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন। অনেকে বলেন, তিনি বিএনপি বা বিরোধীদের পক্ষ হয়ে কথা বলেন। উনিও সংলাপের মাধ্যমেই কমিশনার হিসেবে স্থান পেয়েছেন। এটিতেই প্রমাণিত হয় সংলাপ কার্যকর। ’
ছাগল খুঁজতে সার্চ কমিটি করা হয় বলে বিএনপি নেতাদের দাবির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘যখন নিজেরা বিশেষ কোনো প্রাণীর মতো আচরণ করে, অন্যকেও সেই একই প্রাণীর মতো মনে করে, বিষয়টি ঠিক সে রকম।’
দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর স্ত্রীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে নাম প্রস্তাব করেছে জাতীয় পার্টি। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে। আপনার দৃষ্টিতে এটা কেমন হয়েছে—এই প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘উনি কেন ওনার স্ত্রীর নাম প্রস্তাব করেছেন, সেই ব্যাখ্যা তো আমি দিতে পারব না। সেটি মুজিবুল হক চুন্নুকে জিজ্ঞেস করলে ভালো হয়।’
উল্লেখ্য, চুন্নুর স্ত্রী রোকসানা কাদের ১৯৮৩ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। অতিরিক্ত সচিবের পদে থেকে অবসরে গেছেন তিনি।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫