নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি কার্যক্রম, সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে করা গুজব এবং অপপ্রচার পর্যবেক্ষণ করতে সাইবার মনিটরিং টিম গঠন করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই কমিটি তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের প্রশিক্ষণ কার্যক্রম ঠিক করা, দল ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং গুজব চলছে কি না, সেটার মনিটরিং করবে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান তুলে ধরার কাজ করবেন তাঁরা।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির উদ্যোগে দলের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সহযোগিতায় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের কর্মশালা করছে নিয়মিতই, যেখানে নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও দলের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরবে। প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যেন আগামী দিনে কোনো প্রকার গুজব অপপ্রচারের মাধ্যমে উন্নয়নকে বাধাগ্রস্ত না করতে পারে, সেই লক্ষ্যে কাজ করবেন তাঁরা। এর জন্য ১ লাখ অনলাইন অ্যাক্টিভিস্টের একটি প্ল্যাটফর্মও তৈরি করছে দলটি। তাঁদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ১০ হাজার মাস্টার ট্রেনার তৈরি করছে বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটি। এ জন্য সারা দেশে শতাধিক কর্মশালাও করা হয়েছে।
এবার অনলাইন কার্যক্রম সমন্বয় করার জন্য ২২ সদস্যের একটি মনিটরিং টিম করছে বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটি। কমিটির সদস্য সুফি ফারুক ইবনে আবু বকরকে আহ্বায়ক ও তন্ময় আহমেদকে সদস্যসচিব করা হয়েছে।
মনিটরিং টিম-সংক্রান্ত অফিস স্মারকে এই কমিটির কার্যপরিধি সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। মনিটরিং টিম বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও সক্রিয় অনলাইন কর্মীদের সঙ্গে অনলাইন কার্যক্রম সমন্বয় করবে। অনলাইনে দলীয় কার্যক্রম মনিটর করবে এবং প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবে। ‘সামাজিক যোগাযোগমাধ্যম প্রচার কৌশল’ শীর্ষক কর্মশালা আয়োজনে সিআরআইকে সহযোগিতা করবে। ওয়ার্ড, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অনলাইন কর্মীদের ডেটাবেইস প্রস্তুত করবে।
অনলাইনে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী, গুজব ও অপপ্রচার নির্ভর কার্যক্রম মনিটরিং করবে ও নিয়মিতভাবে দলীয় ফোরামে রিপোর্ট উপস্থাপন করবে। এ ছাড়া তাঁরা প্রযুক্তিনির্ভর যেকোনো কার্যক্রমে দলকে সহযোগিতা করবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি কার্যক্রম, সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে করা গুজব এবং অপপ্রচার পর্যবেক্ষণ করতে সাইবার মনিটরিং টিম গঠন করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই কমিটি তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের প্রশিক্ষণ কার্যক্রম ঠিক করা, দল ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং গুজব চলছে কি না, সেটার মনিটরিং করবে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান তুলে ধরার কাজ করবেন তাঁরা।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির উদ্যোগে দলের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সহযোগিতায় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের কর্মশালা করছে নিয়মিতই, যেখানে নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও দলের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরবে। প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যেন আগামী দিনে কোনো প্রকার গুজব অপপ্রচারের মাধ্যমে উন্নয়নকে বাধাগ্রস্ত না করতে পারে, সেই লক্ষ্যে কাজ করবেন তাঁরা। এর জন্য ১ লাখ অনলাইন অ্যাক্টিভিস্টের একটি প্ল্যাটফর্মও তৈরি করছে দলটি। তাঁদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ১০ হাজার মাস্টার ট্রেনার তৈরি করছে বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটি। এ জন্য সারা দেশে শতাধিক কর্মশালাও করা হয়েছে।
এবার অনলাইন কার্যক্রম সমন্বয় করার জন্য ২২ সদস্যের একটি মনিটরিং টিম করছে বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটি। কমিটির সদস্য সুফি ফারুক ইবনে আবু বকরকে আহ্বায়ক ও তন্ময় আহমেদকে সদস্যসচিব করা হয়েছে।
মনিটরিং টিম-সংক্রান্ত অফিস স্মারকে এই কমিটির কার্যপরিধি সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। মনিটরিং টিম বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও সক্রিয় অনলাইন কর্মীদের সঙ্গে অনলাইন কার্যক্রম সমন্বয় করবে। অনলাইনে দলীয় কার্যক্রম মনিটর করবে এবং প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবে। ‘সামাজিক যোগাযোগমাধ্যম প্রচার কৌশল’ শীর্ষক কর্মশালা আয়োজনে সিআরআইকে সহযোগিতা করবে। ওয়ার্ড, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অনলাইন কর্মীদের ডেটাবেইস প্রস্তুত করবে।
অনলাইনে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী, গুজব ও অপপ্রচার নির্ভর কার্যক্রম মনিটরিং করবে ও নিয়মিতভাবে দলীয় ফোরামে রিপোর্ট উপস্থাপন করবে। এ ছাড়া তাঁরা প্রযুক্তিনির্ভর যেকোনো কার্যক্রমে দলকে সহযোগিতা করবে।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫