নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ রোববার রাজধানীর লেক শোর হোটেলে ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘বারবার বলার পরেও জেনেশুনে একটা মানুষকে কীভাবে হত্যা করা হচ্ছে, এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে যারা তাঁকে (খালেদা জিয়া) বিদেশে যেতে দিচ্ছে না, তাঁরা ইতিহাসে অপরাধীর মতো থাকবে।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘যার সম্পর্কে কথা বলছি, তিনি (খালেদা জিয়া) কিন্তু আমাদের মাঝে এখানে নাই। তাঁকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, তাঁকে কথা বলতে দেওয়া হয় না।’
খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বাংলাদেশের ডাক্তারেরা আশা ছেড়ে দিয়েছেন জানিয়ে আব্বাস বলেন, ‘তাঁকে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার।’ এদিকে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যখন সুযোগ আসবে তাঁদের বিচার হবে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এই সরকার বারবার যদি ক্ষমতায় থাকে তাহলে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির অস্তিত্ব টিকে থাকতে দেবে না। আর সবচেয়ে বড় কথা হলো এই সরকার থাকলে এ দেশের স্বাধীনতা থাকবে না।’
সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ইংরেজি গ্রন্থ ‘বেগম খালেদা জিয়া: হার লাইভ, হার স্টোরি’-এর বাংলা সংস্করণ ‘খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ শীর্ষক গ্রন্থটি প্রকাশ করেছে ইতি প্রকাশনা। শাহরিয়ার সুলতান ইংরেজি এই গ্রন্থটি অনুবাদ করেন। প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ অংশ নেন। অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ রোববার রাজধানীর লেক শোর হোটেলে ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘বারবার বলার পরেও জেনেশুনে একটা মানুষকে কীভাবে হত্যা করা হচ্ছে, এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে যারা তাঁকে (খালেদা জিয়া) বিদেশে যেতে দিচ্ছে না, তাঁরা ইতিহাসে অপরাধীর মতো থাকবে।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘যার সম্পর্কে কথা বলছি, তিনি (খালেদা জিয়া) কিন্তু আমাদের মাঝে এখানে নাই। তাঁকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, তাঁকে কথা বলতে দেওয়া হয় না।’
খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বাংলাদেশের ডাক্তারেরা আশা ছেড়ে দিয়েছেন জানিয়ে আব্বাস বলেন, ‘তাঁকে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার।’ এদিকে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যখন সুযোগ আসবে তাঁদের বিচার হবে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এই সরকার বারবার যদি ক্ষমতায় থাকে তাহলে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির অস্তিত্ব টিকে থাকতে দেবে না। আর সবচেয়ে বড় কথা হলো এই সরকার থাকলে এ দেশের স্বাধীনতা থাকবে না।’
সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ইংরেজি গ্রন্থ ‘বেগম খালেদা জিয়া: হার লাইভ, হার স্টোরি’-এর বাংলা সংস্করণ ‘খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ শীর্ষক গ্রন্থটি প্রকাশ করেছে ইতি প্রকাশনা। শাহরিয়ার সুলতান ইংরেজি এই গ্রন্থটি অনুবাদ করেন। প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ অংশ নেন। অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫