Ajker Patrika

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ মে ২০২৪, ১৭: ৫৫
খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

আজ রোববার রাজধানীর লেক শোর হোটেলে ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, ‘বারবার বলার পরেও জেনেশুনে একটা মানুষকে কীভাবে হত্যা করা হচ্ছে, এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে যারা তাঁকে (খালেদা জিয়া) বিদেশে যেতে দিচ্ছে না, তাঁরা ইতিহাসে অপরাধীর মতো থাকবে।’ 

মির্জা আব্বাস আরও বলেন, ‘যার সম্পর্কে কথা বলছি, তিনি (খালেদা জিয়া) কিন্তু আমাদের মাঝে এখানে নাই। তাঁকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, তাঁকে কথা বলতে দেওয়া হয় না।’ 

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বাংলাদেশের ডাক্তারেরা আশা ছেড়ে দিয়েছেন জানিয়ে আব্বাস বলেন, ‘তাঁকে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার।’ এদিকে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যখন সুযোগ আসবে তাঁদের বিচার হবে।’ 

সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ইংরেজি গ্রন্থ ‘বেগম খালেদা জিয়া: হার লাইভ, হার স্টোরি’-এর বাংলা সংস্করণ ‘খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ শীর্ষক গ্রন্থটি প্রকাশ করেছে ইতি প্রকাশনাবিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এই সরকার বারবার যদি ক্ষমতায় থাকে তাহলে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির অস্তিত্ব টিকে থাকতে দেবে না। আর সবচেয়ে বড় কথা হলো এই সরকার থাকলে এ দেশের স্বাধীনতা থাকবে না।’ 

সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ইংরেজি গ্রন্থ ‘বেগম খালেদা জিয়া: হার লাইভ, হার স্টোরি’-এর বাংলা সংস্করণ ‘খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ শীর্ষক গ্রন্থটি প্রকাশ করেছে ইতি প্রকাশনা। শাহরিয়ার সুলতান ইংরেজি এই গ্রন্থটি অনুবাদ করেন। প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ অংশ নেন। অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত