নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জনগণ বিএনপির ডাকে সাড়া দেবে না। কারণ, যাঁরা গণবিরোধী রাজনীতি করেন, জনগণ তাঁদের পাশে থাকে না।’
আজ শনিবার মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে হাছান মাহমুদ বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের আন্দোলন নিয়ে বক্তব্যের জবাবে এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিগত সময়ে বিএনপি আন্দোলনের যে হুমকি দিয়েছিল, বর্তমানে সেটার ধারাবাহিকতা ছাড়া কিছু নয়। বিএনপি নেতৃবৃন্দ ঈদের পরে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবেন—এটা অন্তত ১২ বছর ধরে বলে আসছেন। ২০০৯ সালে সরকার গঠন করার এক বছর পর থেকে এই ঈদের পরে, এই শীতের পরে, এই বর্ষার পরে, পরীক্ষার পরে—এ রকম বহু হুমকি শুনে আসছি। খালি কলসি যে বেশি বাজে, তাঁদের এই হুমকিগুলোও ঠিক সে রকম। মানুষ তাঁদের এই হুমকি শুনে হাস্যরস করে।’
সরকারবিরোধী জাতীয় ঐক্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) ২০১৮ সালের নির্বাচনের আগে ডান-বাম, অতি বাম—সবার সন্নিবেশ ঘটানোর চেষ্টা করেছিল; কিন্তু সেই ঐক্য করে কোনো লাভ হয়নি। সেটি একেবারে ফানুসের মতো নিভে গেছে। কারণ, উন্নয়নের ফলে দেশের মানুষ শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে আছে, ১৪ দলীয় জোটের সঙ্গে আছে।’
বাংলাদেশের গণতন্ত্র সূচকে এক ধাপ এগিয়ে যাওয়া প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যদি গণবিরোধী রাজনীতি না করত, জ্বালাও-পোড়াও না করত, হরতাল-অবরোধের মাধ্যমে জনগণকে অবরুদ্ধ করার রাজনীতি না করত, গণতন্ত্র সূচকে আমরা আরও বহু ধাপ এগিয়ে যেতে পারতাম।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জনগণ বিএনপির ডাকে সাড়া দেবে না। কারণ, যাঁরা গণবিরোধী রাজনীতি করেন, জনগণ তাঁদের পাশে থাকে না।’
আজ শনিবার মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে হাছান মাহমুদ বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের আন্দোলন নিয়ে বক্তব্যের জবাবে এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিগত সময়ে বিএনপি আন্দোলনের যে হুমকি দিয়েছিল, বর্তমানে সেটার ধারাবাহিকতা ছাড়া কিছু নয়। বিএনপি নেতৃবৃন্দ ঈদের পরে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবেন—এটা অন্তত ১২ বছর ধরে বলে আসছেন। ২০০৯ সালে সরকার গঠন করার এক বছর পর থেকে এই ঈদের পরে, এই শীতের পরে, এই বর্ষার পরে, পরীক্ষার পরে—এ রকম বহু হুমকি শুনে আসছি। খালি কলসি যে বেশি বাজে, তাঁদের এই হুমকিগুলোও ঠিক সে রকম। মানুষ তাঁদের এই হুমকি শুনে হাস্যরস করে।’
সরকারবিরোধী জাতীয় ঐক্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) ২০১৮ সালের নির্বাচনের আগে ডান-বাম, অতি বাম—সবার সন্নিবেশ ঘটানোর চেষ্টা করেছিল; কিন্তু সেই ঐক্য করে কোনো লাভ হয়নি। সেটি একেবারে ফানুসের মতো নিভে গেছে। কারণ, উন্নয়নের ফলে দেশের মানুষ শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে আছে, ১৪ দলীয় জোটের সঙ্গে আছে।’
বাংলাদেশের গণতন্ত্র সূচকে এক ধাপ এগিয়ে যাওয়া প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যদি গণবিরোধী রাজনীতি না করত, জ্বালাও-পোড়াও না করত, হরতাল-অবরোধের মাধ্যমে জনগণকে অবরুদ্ধ করার রাজনীতি না করত, গণতন্ত্র সূচকে আমরা আরও বহু ধাপ এগিয়ে যেতে পারতাম।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫