নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তী সরকারকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদলীয় সভা ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) সভাপতি মজিবুর রহমান মঞ্জু। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এনসিপির সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মঞ্জু বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদলীয় সভা ডাকুন। রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে সর্বাত্মকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
তিনি বলেন, ‘গতকাল থেকে আমরা দেখেছি, যারা আওয়ামী লীগের ব্যাপারে কিছু নমনীয় ছিলেন, তারাও ছাত্রজনতার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। এখন আওয়ামী লীগ কি নির্বাহী আদেশে নিষিদ্ধ হবে নাকি আইনগতভাবে হবে—এই আসল প্রশ্ন। আমাদের দাবি হচ্ছে, আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে।’
এবি পার্টির সভাপতি বলেন, ‘শুধু আওয়ামী লীগকে দলীয়ভাবে রাজনীতি নিষিদ্ধ করলে হবে না, যারা গুম, খুনের সঙ্গে জড়িত, অর্থ পাচারের সঙ্গে জড়িত, যারা গণতান্ত্রিক অধিকার হরণের সঙ্গে জড়িত ওই সমস্ত আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে। ওই সমস্ত অযোগ্যদের রাজনীতিতে কোনো অধিকার থাকতে পারে না।’
এবি পার্টির সভাপতি আরও বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত। আজ আবার এই রোদের মধ্যে আমাদের দাঁড়িয়ে দাবি জানাতে হচ্ছে। যে আমার ভাইকে খুন করেছে, বোনকে ধর্ষণ করেছে, যে আমার অধিকার কেড়ে নিয়েছে, দিনের পর দিন ভোট দিতে দেয় নাই, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে বিদেশে বসে আছে ওই সমস্ত চোর-খুনিদের বাংলাদেশ রাজনীতি করার অধিকার আছে কি না সেই বিষয়ে ফয়সালা করার জন্য আজ আমাদের রাজপথে নামতে হয়েছে।’
মঞ্জু আরও বলেন, ‘এমন এক সরকারের কাছে দাবি জানাতে হচ্ছে, যে সরকার আমাদের মিটিং ডেকেছে—১৫ আগস্ট ছুটি থাকবে না বাতিল হবে? অথচ আমরা প্রথম থেকেই বলেছি—আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করেছে, আওয়ামী লীগ আমাদের তিন তিনবার ভোট থেকে বঞ্চিত করেছে, চতুর্থবারও আমাদের ভোট ডাকাতি করেছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ১৫ বছর আমাদের অধিকার কেড়ে নিয়েছে, ৫ আগস্ট আওয়ামী লীগের অধিকার বাংলাদেশে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ যদি তাদের ভোটের অধিকার চায় তাহলে আমাদের ১৮ সাল ১৪ সাল ২৪ সালের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।’
অন্তর্বর্তী সরকারকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদলীয় সভা ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) সভাপতি মজিবুর রহমান মঞ্জু। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এনসিপির সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মঞ্জু বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদলীয় সভা ডাকুন। রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে সর্বাত্মকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
তিনি বলেন, ‘গতকাল থেকে আমরা দেখেছি, যারা আওয়ামী লীগের ব্যাপারে কিছু নমনীয় ছিলেন, তারাও ছাত্রজনতার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। এখন আওয়ামী লীগ কি নির্বাহী আদেশে নিষিদ্ধ হবে নাকি আইনগতভাবে হবে—এই আসল প্রশ্ন। আমাদের দাবি হচ্ছে, আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে।’
এবি পার্টির সভাপতি বলেন, ‘শুধু আওয়ামী লীগকে দলীয়ভাবে রাজনীতি নিষিদ্ধ করলে হবে না, যারা গুম, খুনের সঙ্গে জড়িত, অর্থ পাচারের সঙ্গে জড়িত, যারা গণতান্ত্রিক অধিকার হরণের সঙ্গে জড়িত ওই সমস্ত আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে। ওই সমস্ত অযোগ্যদের রাজনীতিতে কোনো অধিকার থাকতে পারে না।’
এবি পার্টির সভাপতি আরও বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত। আজ আবার এই রোদের মধ্যে আমাদের দাঁড়িয়ে দাবি জানাতে হচ্ছে। যে আমার ভাইকে খুন করেছে, বোনকে ধর্ষণ করেছে, যে আমার অধিকার কেড়ে নিয়েছে, দিনের পর দিন ভোট দিতে দেয় নাই, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে বিদেশে বসে আছে ওই সমস্ত চোর-খুনিদের বাংলাদেশ রাজনীতি করার অধিকার আছে কি না সেই বিষয়ে ফয়সালা করার জন্য আজ আমাদের রাজপথে নামতে হয়েছে।’
মঞ্জু আরও বলেন, ‘এমন এক সরকারের কাছে দাবি জানাতে হচ্ছে, যে সরকার আমাদের মিটিং ডেকেছে—১৫ আগস্ট ছুটি থাকবে না বাতিল হবে? অথচ আমরা প্রথম থেকেই বলেছি—আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করেছে, আওয়ামী লীগ আমাদের তিন তিনবার ভোট থেকে বঞ্চিত করেছে, চতুর্থবারও আমাদের ভোট ডাকাতি করেছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ১৫ বছর আমাদের অধিকার কেড়ে নিয়েছে, ৫ আগস্ট আওয়ামী লীগের অধিকার বাংলাদেশে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ যদি তাদের ভোটের অধিকার চায় তাহলে আমাদের ১৮ সাল ১৪ সাল ২৪ সালের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৯ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২০ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২০ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২০ দিন আগে