নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলার সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করাসহ তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির দায়ে সরকারেরও পদত্যাগ দাবি করেছেন তিনি।
আজ বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদলের নেতাদের এবং পরে ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে মুন্সিগঞ্জে সংঘর্ষে আহত জাহাঙ্গীরকে দেখতে যান বিএনপির মহাসচিব। সেখানে তিনি সাংবাদিকদের কাছে এসব দাবি জানান।
ঢাবির হামলা প্রসঙ্গে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই আক্রমণ এবং ছাত্রদলের নেতাদের আহত করার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, ছাত্রলীগ হচ্ছে তাদের পেটোয়া বাহিনী। জন্মের পর থেকেই সব সময় সন্ত্রাস করে আওয়ামী লীগ রাজনীতিতে আছে এবং সন্ত্রাসের মাধ্যমেই তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।’
শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির জন্য সরকারকে দায়ী করে ফখরুল বলেন, জনগণের যে আন্দোলন শুরু হয়েছে ভোটের অধিকারের জন্য, স্বাধিকারের জন্য, বেঁচে থাকার অধিকারের জন্য; এই আন্দোলনকে দমন করার জন্য আজকে এইভাবে সর্বত্র সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। শিক্ষাব্যবস্থাকে তারা ধ্বংস করে ফেলেছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি ছাত্রলীগের সন্ত্রাসীরা একই কায়দায় ভিন্নমতাবলম্বীদের আক্রমণ করছে। নিজেদের মধ্যে যে বিরোধ আছে, সেই বিরোধে তারা ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ইডেন কলেজে আমরা সেটা দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দেখেছি। সব বিশ্ববিদ্যালয়ে তারা একই ঘটনা ঘটিয়েছে। আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে।’
এর আগে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাবিতে ছাত্রদলের নেতাদের ওপর হামলার দায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরও পদত্যাগ দাবি করেন বিএনপির মহাসচিব।
গতকাল মঙ্গলবার বিকেলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ২০-২৫ জন নেতা-কর্মী উপাচার্যের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়। ওই ঘটনায় ছাত্রদলের ৭ জন আহত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলার সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করাসহ তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির দায়ে সরকারেরও পদত্যাগ দাবি করেছেন তিনি।
আজ বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদলের নেতাদের এবং পরে ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে মুন্সিগঞ্জে সংঘর্ষে আহত জাহাঙ্গীরকে দেখতে যান বিএনপির মহাসচিব। সেখানে তিনি সাংবাদিকদের কাছে এসব দাবি জানান।
ঢাবির হামলা প্রসঙ্গে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই আক্রমণ এবং ছাত্রদলের নেতাদের আহত করার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, ছাত্রলীগ হচ্ছে তাদের পেটোয়া বাহিনী। জন্মের পর থেকেই সব সময় সন্ত্রাস করে আওয়ামী লীগ রাজনীতিতে আছে এবং সন্ত্রাসের মাধ্যমেই তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।’
শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির জন্য সরকারকে দায়ী করে ফখরুল বলেন, জনগণের যে আন্দোলন শুরু হয়েছে ভোটের অধিকারের জন্য, স্বাধিকারের জন্য, বেঁচে থাকার অধিকারের জন্য; এই আন্দোলনকে দমন করার জন্য আজকে এইভাবে সর্বত্র সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। শিক্ষাব্যবস্থাকে তারা ধ্বংস করে ফেলেছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি ছাত্রলীগের সন্ত্রাসীরা একই কায়দায় ভিন্নমতাবলম্বীদের আক্রমণ করছে। নিজেদের মধ্যে যে বিরোধ আছে, সেই বিরোধে তারা ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ইডেন কলেজে আমরা সেটা দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দেখেছি। সব বিশ্ববিদ্যালয়ে তারা একই ঘটনা ঘটিয়েছে। আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে।’
এর আগে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাবিতে ছাত্রদলের নেতাদের ওপর হামলার দায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরও পদত্যাগ দাবি করেন বিএনপির মহাসচিব।
গতকাল মঙ্গলবার বিকেলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ২০-২৫ জন নেতা-কর্মী উপাচার্যের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়। ওই ঘটনায় ছাত্রদলের ৭ জন আহত হন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫