নিজস্ব প্রতিবেদক
ঢাকা: এরশাদের জাতীয় পার্টি কখনো জিএম কাদেরের পার্টি হবে না বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন সহধর্মিণী, বিদিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদিশা সিদ্দিকী। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস আয়োজিত এক স্মরণ সভায় তিনি এমন মন্তব্য করেন।
বিদিশা বলেন, জাতীয় পার্টি গঠন করতে এরশাদ ও রওশন এরশাদ অনেক কষ্ট করেছেন। এভাবে এ পার্টি শেষ হতে পারে না। রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক করে তাকে অপমান করা হয়েছে। পার্টির সকল নেতা-কর্মী জিএম কাদেরের এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। রওশন এরশাদই পার্টির আজীবন চেয়ারম্যান। কিছুদিনের মধ্যেই এ ঘোষণা দেবেন বলেও জানান বিদিশা সিদ্দিকী।
সংসারে সময় না দিয়ে এরশাদ এবং রওশন এরশাদ সারা জীবন দেশের জন্য রাজনীতি করে গেছেন উল্লেখ করে বিদিশা বলেন, আমরা রওশন এরশাদের সম্মান ফিরিয়ে দিতে চাই। এ বিষয়ে এরশাদ পরিবার ও পার্টির সিনিয়র নেতারা এক হয়েছে। আমার প্রতি অনেক অত্যাচার হয়েছে। ভয় পাইনি, ভেঙে পড়িনি। জাতীয় পার্টির লাখ লাখ নেতা-কর্মী আমার সঙ্গে যোগাযোগ করছে। তাঁরা আমাকে পার্টির হাল ধরতে বলছে। তাঁরা এরশাদের জাতীয় পার্টি ফিরে পেতে চায়। সারা দেশের নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করার জন্য আমরা ইতিমধ্যে একটি সেল গঠন করেছি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ জাপা চেয়ারম্যান জিএম কাদেরের কঠোর সমালোচনা করে বলেন, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে রাতারাতি সম্মেলন করে তিনি চেয়ারম্যান হয়েছেন। প্রধান পৃষ্ঠপোষক হয় ক্লাব বা সমিতিতে। পল্লিবন্ধুর সহধর্মিণীকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক করে চরম অসম্মান করা হয়েছে। অচিরেই জাতীয় পার্টি পুনর্গঠন করে এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। আর বিদিশার নেতৃত্বে সরকার গঠন করে এরশাদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করব।
বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএলডিপি'র চেয়ারম্যান সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিস, জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লা।
ঢাকা: এরশাদের জাতীয় পার্টি কখনো জিএম কাদেরের পার্টি হবে না বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন সহধর্মিণী, বিদিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদিশা সিদ্দিকী। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস আয়োজিত এক স্মরণ সভায় তিনি এমন মন্তব্য করেন।
বিদিশা বলেন, জাতীয় পার্টি গঠন করতে এরশাদ ও রওশন এরশাদ অনেক কষ্ট করেছেন। এভাবে এ পার্টি শেষ হতে পারে না। রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক করে তাকে অপমান করা হয়েছে। পার্টির সকল নেতা-কর্মী জিএম কাদেরের এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। রওশন এরশাদই পার্টির আজীবন চেয়ারম্যান। কিছুদিনের মধ্যেই এ ঘোষণা দেবেন বলেও জানান বিদিশা সিদ্দিকী।
সংসারে সময় না দিয়ে এরশাদ এবং রওশন এরশাদ সারা জীবন দেশের জন্য রাজনীতি করে গেছেন উল্লেখ করে বিদিশা বলেন, আমরা রওশন এরশাদের সম্মান ফিরিয়ে দিতে চাই। এ বিষয়ে এরশাদ পরিবার ও পার্টির সিনিয়র নেতারা এক হয়েছে। আমার প্রতি অনেক অত্যাচার হয়েছে। ভয় পাইনি, ভেঙে পড়িনি। জাতীয় পার্টির লাখ লাখ নেতা-কর্মী আমার সঙ্গে যোগাযোগ করছে। তাঁরা আমাকে পার্টির হাল ধরতে বলছে। তাঁরা এরশাদের জাতীয় পার্টি ফিরে পেতে চায়। সারা দেশের নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করার জন্য আমরা ইতিমধ্যে একটি সেল গঠন করেছি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ জাপা চেয়ারম্যান জিএম কাদেরের কঠোর সমালোচনা করে বলেন, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে রাতারাতি সম্মেলন করে তিনি চেয়ারম্যান হয়েছেন। প্রধান পৃষ্ঠপোষক হয় ক্লাব বা সমিতিতে। পল্লিবন্ধুর সহধর্মিণীকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক করে চরম অসম্মান করা হয়েছে। অচিরেই জাতীয় পার্টি পুনর্গঠন করে এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। আর বিদিশার নেতৃত্বে সরকার গঠন করে এরশাদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করব।
বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএলডিপি'র চেয়ারম্যান সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিস, জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লা।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৯ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৯ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৯ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৯ দিন আগে