মানিকগঞ্জ প্রতিনিধি
বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শুনেছি জাতীয় সংসদ থেকে বিএনপির সাতজনের মধ্যে পাঁচজনের পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিয়েছেন। আমি বলতে চাই, এই সংসদে আওয়ামী লীগের ৩০১ জন সদস্য এখনো আছে। সংসদ সচল রাখতে প্রয়োজন ১৫১ জন। এর মধ্যে ওয়ার্কার্স পার্টি আছে, সমাজতান্ত্রিক দল আছে, বিকল্প ধারা আছে, তরিকত ফেডারেশন আছে, জাতীয় পার্টি আছে, গণফোরাম আছে। সংরক্ষিত আসনের সদস্য আছে। যারা আছে তারা তো আর বিরোধী দলের এই বয়কটে অংশ নিচ্ছে না। তাহলে সাতজন কী? সিন্ধুর মধ্যে বিন্দু। এতে সংসদ অচল হবে না। এ বুদ্ধি যারা দিয়েছেন অচিরেই তাঁরা পস্তাবেন। এই ভুলের জন্য বিএনপিকে একদিন অনুতাপ করতে হবে।’
আজ রোববার বিকেল সাড়ে ৪টায় সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের রিজার্ভ কমে গিয়েছিল, এখন আবার বাড়ছে। আমাদের কাছে আমদানি করার মতো পাঁচ মাসের রিজার্ভ আছে। ভোজ্য তেল, জ্বালানি তেল, গম, ভুট্টা, খাদ্য বেশি দামে কিনে, অল্পদামে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হচ্ছে। এই মানিকগঞ্জেও অনেক উন্নয়ন হয়েছে।’
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এমপি, দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি, ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি, নাঈমুর রহমান দুর্জয় এমপি, মমতাজ বেগম এমপি, ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন, অ্যাডভোকেট সানজিদা খানম ও সামছুন নাহার চাপা প্রমুখ।
বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শুনেছি জাতীয় সংসদ থেকে বিএনপির সাতজনের মধ্যে পাঁচজনের পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিয়েছেন। আমি বলতে চাই, এই সংসদে আওয়ামী লীগের ৩০১ জন সদস্য এখনো আছে। সংসদ সচল রাখতে প্রয়োজন ১৫১ জন। এর মধ্যে ওয়ার্কার্স পার্টি আছে, সমাজতান্ত্রিক দল আছে, বিকল্প ধারা আছে, তরিকত ফেডারেশন আছে, জাতীয় পার্টি আছে, গণফোরাম আছে। সংরক্ষিত আসনের সদস্য আছে। যারা আছে তারা তো আর বিরোধী দলের এই বয়কটে অংশ নিচ্ছে না। তাহলে সাতজন কী? সিন্ধুর মধ্যে বিন্দু। এতে সংসদ অচল হবে না। এ বুদ্ধি যারা দিয়েছেন অচিরেই তাঁরা পস্তাবেন। এই ভুলের জন্য বিএনপিকে একদিন অনুতাপ করতে হবে।’
আজ রোববার বিকেল সাড়ে ৪টায় সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের রিজার্ভ কমে গিয়েছিল, এখন আবার বাড়ছে। আমাদের কাছে আমদানি করার মতো পাঁচ মাসের রিজার্ভ আছে। ভোজ্য তেল, জ্বালানি তেল, গম, ভুট্টা, খাদ্য বেশি দামে কিনে, অল্পদামে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হচ্ছে। এই মানিকগঞ্জেও অনেক উন্নয়ন হয়েছে।’
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এমপি, দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি, ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি, নাঈমুর রহমান দুর্জয় এমপি, মমতাজ বেগম এমপি, ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন, অ্যাডভোকেট সানজিদা খানম ও সামছুন নাহার চাপা প্রমুখ।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫