নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জনদুর্ভোগ নিয়ে চিন্তা না করে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন লুটপাটে ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ জনগণের টাকা লুট করতেই সরকার বারবার বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করছে। যেকারণে তাদের কিছু আসে যায় না।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই সভার আয়োজন করে। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে সভায় মির্জা ফখরুল বলেন, ‘তারা (সরকার) দাম (বিদ্যুতের) বাড়িয়েই চলেছে। তাদের তো গায়ে লাগে না। কারণ তাদের তো বিদ্যুতের দাম দিতে হয় না। সরকারি খরচে জনগণের টাকায় তাদের এসি, ফ্রিজ চলে। জনগণকে তার পকেট থেকে তাদের বিদ্যুতের দাম দিতে হয়।’
বিদ্যুৎ চুক্তির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ভারতের এক বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে সরকার বিদ্যুৎ নিয়ে একটি চুক্তি করেছে। যার ফলে দুইশ টাকার কয়লা চার শ টাকা দিয়ে কিনতে হবে। আজকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে সবকিছুর দাম আরও বেড়ে যাবে। তারা আইন করেছে, গণশুনানি না করেই আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে পারবে।
আওয়ামী লীগের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘আজকে আওয়ামী লীগের সব মানুষ, তারা যেন মরিয়া হয়ে গেছে-দ্রুত সব সম্পদ লুট করে এ দেশ ছেড়ে চলে যাবে। যেভাবে বর্গিরা আমাদের সম্পদ লুট করে নিয়ে চলে যেত, আজকে আওয়ামী লীগ ঠিক একইভাবে লুটের উৎসব সৃষ্টি করেছে।’
সরকারের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এ সরকার আজ দেশের ঐতিহ্য ইতিহাস বিনষ্ট করে দিচ্ছে। মানুষ ভোট দিতে পারছে না। ভিন্নমত পোষণ করতে পারছে না। ভিন্ন মত প্রকাশ করলেই কারাগারে যেতে হচ্ছে। গণমাধ্যম স্বাধীনভাবে লিখতে পারছে না। সৎভাবে কেউ ব্যবসা করতে পারছে না। দলীয় লোক না হলে সেই ব্যবসায়ীর প্রতি চলে নিপীড়ন।
২ মার্চকে জাতীয় জীবনের ‘গুরুত্বপূর্ণ দিন’ উল্লেখ করে বিএনপির মহাসচিব আক্ষেপ করে বলেন, ৫২ বছরেও এই দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়নি। স্বাধীনতা যুদ্ধ মানে আজ আওয়ামী লীগ এবং এক ব্যক্তির নাম প্রচার করা হয়। স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। তাদের নাম স্মরণ করা হয় না।
মির্জা ফখরুল বলেন, আজ ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় চেপে বসেছে। দেশের সকল আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা চলছে। অর্থনীতিকে ধ্বংস করে লুটের রাজত্ব কায়েম করা হয়েছে। বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।তিনি বলেন, ‘এখন আর বসে থাকার সময় নেই। এখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে।’
জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সভায় জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
জনদুর্ভোগ নিয়ে চিন্তা না করে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন লুটপাটে ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ জনগণের টাকা লুট করতেই সরকার বারবার বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করছে। যেকারণে তাদের কিছু আসে যায় না।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই সভার আয়োজন করে। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে সভায় মির্জা ফখরুল বলেন, ‘তারা (সরকার) দাম (বিদ্যুতের) বাড়িয়েই চলেছে। তাদের তো গায়ে লাগে না। কারণ তাদের তো বিদ্যুতের দাম দিতে হয় না। সরকারি খরচে জনগণের টাকায় তাদের এসি, ফ্রিজ চলে। জনগণকে তার পকেট থেকে তাদের বিদ্যুতের দাম দিতে হয়।’
বিদ্যুৎ চুক্তির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ভারতের এক বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে সরকার বিদ্যুৎ নিয়ে একটি চুক্তি করেছে। যার ফলে দুইশ টাকার কয়লা চার শ টাকা দিয়ে কিনতে হবে। আজকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে সবকিছুর দাম আরও বেড়ে যাবে। তারা আইন করেছে, গণশুনানি না করেই আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে পারবে।
আওয়ামী লীগের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘আজকে আওয়ামী লীগের সব মানুষ, তারা যেন মরিয়া হয়ে গেছে-দ্রুত সব সম্পদ লুট করে এ দেশ ছেড়ে চলে যাবে। যেভাবে বর্গিরা আমাদের সম্পদ লুট করে নিয়ে চলে যেত, আজকে আওয়ামী লীগ ঠিক একইভাবে লুটের উৎসব সৃষ্টি করেছে।’
সরকারের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এ সরকার আজ দেশের ঐতিহ্য ইতিহাস বিনষ্ট করে দিচ্ছে। মানুষ ভোট দিতে পারছে না। ভিন্নমত পোষণ করতে পারছে না। ভিন্ন মত প্রকাশ করলেই কারাগারে যেতে হচ্ছে। গণমাধ্যম স্বাধীনভাবে লিখতে পারছে না। সৎভাবে কেউ ব্যবসা করতে পারছে না। দলীয় লোক না হলে সেই ব্যবসায়ীর প্রতি চলে নিপীড়ন।
২ মার্চকে জাতীয় জীবনের ‘গুরুত্বপূর্ণ দিন’ উল্লেখ করে বিএনপির মহাসচিব আক্ষেপ করে বলেন, ৫২ বছরেও এই দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়নি। স্বাধীনতা যুদ্ধ মানে আজ আওয়ামী লীগ এবং এক ব্যক্তির নাম প্রচার করা হয়। স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। তাদের নাম স্মরণ করা হয় না।
মির্জা ফখরুল বলেন, আজ ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় চেপে বসেছে। দেশের সকল আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা চলছে। অর্থনীতিকে ধ্বংস করে লুটের রাজত্ব কায়েম করা হয়েছে। বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।তিনি বলেন, ‘এখন আর বসে থাকার সময় নেই। এখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে।’
জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সভায় জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫