লক্ষ্মীপুর প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এক দিনে হাসিনা ফ্যাসিস্ট হয়নি। ভারতের আশ্রয়-প্রশ্রয়ে হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠে। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, হেলিকপ্টার থেকে গুলি—সব ভারতের মদদে হয়েছে। ভারত যদি এক ব্যক্তিকে প্রশ্রয় না দিত, তাহলে দেশে এ ধরনের অরাজকতা-বিশৃঙ্খলা সৃষ্টি হতো না।
আজ শনিবার লক্ষ্মীপুর শহরের মাদাম এলাকায় অষ্টমীস্নান ও হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে যোগ দিয়ে এ্যানি এসব কথা বলেন। উত্তর মজুপুর সনাতনী দেবালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশের নির্বাচনে সব সময় ভারত প্রভাব খাটিয়ে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিল। নৌকার মালিক হাসিনা। এই কারণে হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। হাসিনা ছাড়া আর কারও ভালো দেখবে না, তা হতে পারে না। এই কারণে হাসিনা ভারতের সহযোগিতায় ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়।
এ্যানি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার, তাদের বাড়িঘর ও মন্দিরে হামলা ও ভাঙচুর চালানো হয়—এমন মিথ্যা তথ্য দিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা হয়। পার্লামেন্টে যদি এ ধরনের আলোচনা হয়, তাহলে বুঝতে হবে, এটা একটা ষড়যন্ত্র। এসব কথা বলে সনাতন ধর্মাবলম্বী মানুষদের খাটো করা হচ্ছে, ছোট করা হচ্ছে। কিন্তু দেশে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।
ভারতের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, ‘সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার সময়। অথচ ৫ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে শান্তিতে ও নিরাপদে রয়েছে। সবাই মিলেমিশে থাকতে চাই। হিন্দু-মুসলমানের মধ্যে কোনো বিরোধ নেই। সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ।’
এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, শংকর কুমার মজুমদারসহ অনেকে।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এক দিনে হাসিনা ফ্যাসিস্ট হয়নি। ভারতের আশ্রয়-প্রশ্রয়ে হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠে। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, হেলিকপ্টার থেকে গুলি—সব ভারতের মদদে হয়েছে। ভারত যদি এক ব্যক্তিকে প্রশ্রয় না দিত, তাহলে দেশে এ ধরনের অরাজকতা-বিশৃঙ্খলা সৃষ্টি হতো না।
আজ শনিবার লক্ষ্মীপুর শহরের মাদাম এলাকায় অষ্টমীস্নান ও হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে যোগ দিয়ে এ্যানি এসব কথা বলেন। উত্তর মজুপুর সনাতনী দেবালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশের নির্বাচনে সব সময় ভারত প্রভাব খাটিয়ে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিল। নৌকার মালিক হাসিনা। এই কারণে হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। হাসিনা ছাড়া আর কারও ভালো দেখবে না, তা হতে পারে না। এই কারণে হাসিনা ভারতের সহযোগিতায় ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়।
এ্যানি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার, তাদের বাড়িঘর ও মন্দিরে হামলা ও ভাঙচুর চালানো হয়—এমন মিথ্যা তথ্য দিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা হয়। পার্লামেন্টে যদি এ ধরনের আলোচনা হয়, তাহলে বুঝতে হবে, এটা একটা ষড়যন্ত্র। এসব কথা বলে সনাতন ধর্মাবলম্বী মানুষদের খাটো করা হচ্ছে, ছোট করা হচ্ছে। কিন্তু দেশে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।
ভারতের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, ‘সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার সময়। অথচ ৫ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে শান্তিতে ও নিরাপদে রয়েছে। সবাই মিলেমিশে থাকতে চাই। হিন্দু-মুসলমানের মধ্যে কোনো বিরোধ নেই। সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ।’
এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, শংকর কুমার মজুমদারসহ অনেকে।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৮ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৮ দিন আগে