নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, রাজপথে বিরোধী দলগুলোর যে আন্দোলন শুরু হয়েছে, তা সরকারকে গদি থেকে না নামানো পর্যন্ত চলতে থাকবে। সরকারকে যেতে হবেই।
আজ শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারবিরোধী এক অবস্থান কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাগরিক অধিকার আন্দোলন ‘সংসদের কফিনে পেরেক, আন্দোলন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে’ এ অবস্থান কর্মসূচির আয়োজন করে।
মাহমুদুর রহমান মান্না বলেন, ৭ জানুয়ারির আগে থেকেই বিরোধীরা লড়াইয়ে রাস্তায় আছে। বিরোধী দল আবার মিছিল শুরু করেছে, কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগের দিন খুব খারাপ। আরও খারাপ আসবে। অপেক্ষা করেন। খুব বেশি দিন লাগবে না।
দেশ ও মানুষের অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ এখনো বলে পাঁচ বছর থাকবে। এর অর্থ হলো—ওরা নিজেরাই বুঝতে পারছে না, আসলে কয়দিন থাকবে। সব জিনিসপত্রের দাম বাড়ছে। তিন মাসের মধ্যে পেঁয়াজ ও চাল কেনার টাকা যদি গরিব মানুষের না থাকে, চাকরিজীবীদের বেতন দেওয়ার টাকা যদি না থাকে, তাহলে এই সরকার চলবে কেমনে?
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, সেই ভদ্রলোক একেবারে নতুন। উনি এসে বললেন, সিন্ডিকেট সবকিছুর দাম বাড়ায়। এক সপ্তাহে সব সিন্ডিকেট বন্ধ করে দেবেন। উনি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিন সপ্তাহ পার হয়েছে। প্রতিমন্ত্রী কি সিন্ডিকেট বন্ধ করতে পেরেছেন? সিন্ডিকেট ভেঙেছে? জিনিসপত্রের দাম কমেছে? উনি পারেন নাই।
সংসদের কফিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেরেক মেরে দিয়েছেন উল্লেখ করে মান্না বলেন, এর মাধ্যমে জনগণের গণতান্ত্রিক সবকিছু তিনি নস্যাৎ করে দিয়েছেন। সংসদে থাকবে সরকারি দল ও বিরোধী দল। কিন্তু এখন বিরোধী দল নেই। সামাল দিতে এখন অবশেষে বিরোধী দলের নেতা একজনকে বানানো হয়েছে।
নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলম অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন।
সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, রাজপথে বিরোধী দলগুলোর যে আন্দোলন শুরু হয়েছে, তা সরকারকে গদি থেকে না নামানো পর্যন্ত চলতে থাকবে। সরকারকে যেতে হবেই।
আজ শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারবিরোধী এক অবস্থান কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাগরিক অধিকার আন্দোলন ‘সংসদের কফিনে পেরেক, আন্দোলন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে’ এ অবস্থান কর্মসূচির আয়োজন করে।
মাহমুদুর রহমান মান্না বলেন, ৭ জানুয়ারির আগে থেকেই বিরোধীরা লড়াইয়ে রাস্তায় আছে। বিরোধী দল আবার মিছিল শুরু করেছে, কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগের দিন খুব খারাপ। আরও খারাপ আসবে। অপেক্ষা করেন। খুব বেশি দিন লাগবে না।
দেশ ও মানুষের অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ এখনো বলে পাঁচ বছর থাকবে। এর অর্থ হলো—ওরা নিজেরাই বুঝতে পারছে না, আসলে কয়দিন থাকবে। সব জিনিসপত্রের দাম বাড়ছে। তিন মাসের মধ্যে পেঁয়াজ ও চাল কেনার টাকা যদি গরিব মানুষের না থাকে, চাকরিজীবীদের বেতন দেওয়ার টাকা যদি না থাকে, তাহলে এই সরকার চলবে কেমনে?
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, সেই ভদ্রলোক একেবারে নতুন। উনি এসে বললেন, সিন্ডিকেট সবকিছুর দাম বাড়ায়। এক সপ্তাহে সব সিন্ডিকেট বন্ধ করে দেবেন। উনি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিন সপ্তাহ পার হয়েছে। প্রতিমন্ত্রী কি সিন্ডিকেট বন্ধ করতে পেরেছেন? সিন্ডিকেট ভেঙেছে? জিনিসপত্রের দাম কমেছে? উনি পারেন নাই।
সংসদের কফিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেরেক মেরে দিয়েছেন উল্লেখ করে মান্না বলেন, এর মাধ্যমে জনগণের গণতান্ত্রিক সবকিছু তিনি নস্যাৎ করে দিয়েছেন। সংসদে থাকবে সরকারি দল ও বিরোধী দল। কিন্তু এখন বিরোধী দল নেই। সামাল দিতে এখন অবশেষে বিরোধী দলের নেতা একজনকে বানানো হয়েছে।
নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলম অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৯ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৯ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৯ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৯ দিন আগে