নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ রোববার বিকেলে এনসিপির একটি প্রতিনিধিদল কমিশনে এই আবেদন জমা দেয়।
ইসিতে আবেদনের পর দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ‘আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি দিন। ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে একটি গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। আমাদের সামনে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ব্যালট রেভল্যুশনের।’
‘এই পার্লামেন্টে আগামী দিনে সংস্কার বা ঐকমত্য কমিশনের (সুপারিশকৃত) চার শ আসনের মধ্যে তিন শ আসন এনসিপির ঘরে থাকবে। এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে, যার মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের সংস্কার গণপরিষদের যে কার্যাবলি রয়েছে, সেসব জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে সম্পন্ন করবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘অনেক জায়গায় আমাদের অফিস নিতে বাধা দেওয়া হয়েছে। অনেক জায়গায় আমরা কমিটি গঠন করতে গিয়েছি, সেখানে ছলচাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। বিভিন্ন দল বিভিন্নভাবে তাদের দলীয় এজেন্টদের আমাদের দলে ঢুকিয়ে তারপরে তাদের আবার পদত্যাগ করিয়েছে। এই হল বাংলাদেশের রাজনৈতিক কালচার।’
পাটওয়ারী বলেন, ‘যেভাবে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল, তেমনি আগামী পার্লামেন্ট নির্বাচনে এনসিপির শাপলা প্রতীকে দেশের মানুষ ভোটের বিপ্লব ঘটাবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দ্বিতীয় প্রতীক কলম ও তৃতীয় প্রতীক হিসেবে রেখেছি মোবাইল। তবে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখব, আমাদের যাতে শাপলা প্রতীক দেওয়া হয়। শাপলা মার্কার মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করবে।
‘আমরা সরকার গঠন করেই জরাজীর্ণ ফ্যাসিবাদী বন্দোবস্ত বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী বাংলাদেশ গঠন করব।’
এক প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, ‘ইলেকশন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে গত ১৫ বছরে ধ্বংস করা হয়েছে। এই কমিশনকে আমরা পুনর্গঠন করতে চাই, শক্তিশালী করতে চাই।’
দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘এনসিপির পক্ষ থেকে আমরা দল নিবন্ধনের শর্ত পূরণ করে আবেদন জমা দিয়েছি। নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাদের আবেদন গ্রহণ করেছেন।’
এ সময় দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ রোববার বিকেলে এনসিপির একটি প্রতিনিধিদল কমিশনে এই আবেদন জমা দেয়।
ইসিতে আবেদনের পর দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ‘আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি দিন। ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে একটি গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। আমাদের সামনে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ব্যালট রেভল্যুশনের।’
‘এই পার্লামেন্টে আগামী দিনে সংস্কার বা ঐকমত্য কমিশনের (সুপারিশকৃত) চার শ আসনের মধ্যে তিন শ আসন এনসিপির ঘরে থাকবে। এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে, যার মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের সংস্কার গণপরিষদের যে কার্যাবলি রয়েছে, সেসব জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে সম্পন্ন করবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘অনেক জায়গায় আমাদের অফিস নিতে বাধা দেওয়া হয়েছে। অনেক জায়গায় আমরা কমিটি গঠন করতে গিয়েছি, সেখানে ছলচাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। বিভিন্ন দল বিভিন্নভাবে তাদের দলীয় এজেন্টদের আমাদের দলে ঢুকিয়ে তারপরে তাদের আবার পদত্যাগ করিয়েছে। এই হল বাংলাদেশের রাজনৈতিক কালচার।’
পাটওয়ারী বলেন, ‘যেভাবে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল, তেমনি আগামী পার্লামেন্ট নির্বাচনে এনসিপির শাপলা প্রতীকে দেশের মানুষ ভোটের বিপ্লব ঘটাবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দ্বিতীয় প্রতীক কলম ও তৃতীয় প্রতীক হিসেবে রেখেছি মোবাইল। তবে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখব, আমাদের যাতে শাপলা প্রতীক দেওয়া হয়। শাপলা মার্কার মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করবে।
‘আমরা সরকার গঠন করেই জরাজীর্ণ ফ্যাসিবাদী বন্দোবস্ত বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী বাংলাদেশ গঠন করব।’
এক প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, ‘ইলেকশন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে গত ১৫ বছরে ধ্বংস করা হয়েছে। এই কমিশনকে আমরা পুনর্গঠন করতে চাই, শক্তিশালী করতে চাই।’
দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘এনসিপির পক্ষ থেকে আমরা দল নিবন্ধনের শর্ত পূরণ করে আবেদন জমা দিয়েছি। নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাদের আবেদন গ্রহণ করেছেন।’
এ সময় দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৮ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৮ দিন আগে