নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ভিক্ষা করে আর উপহার নিয়ে দেশে টিকার চাহিদা মেটানো সম্ভব না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। আজ বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, যেখানে বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্যমতে ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে স্বাভাবিক জীবনযাপন সম্ভব হবে সেখানে আমাদের দেশের মানুষ টিকা অনিশ্চয়তায় ভুগছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বর্তমান টিকা পরিস্থিতি নিয়ে সরকারের কূটনীতির সমালোচনা করে বলেন, টিকা কূটনীতিতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে ইতিমধ্যেই রোডম্যাপ ধরে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সেসব দেশের মানুষ জানে কখন তাদের টিকাদান শেষ হবে। আর আমাদের দেশের কেউই জানেন না কখন আমাদের দেশে গণ টিকা কর্মসূচি শুরু হবে।
জিএম কাদের আরও বলেন, দেশীয় প্রতিষ্ঠান টিকা উৎপাদন করেছে যেটা বিশ্বস্বাস্থ্য সংস্থাও ব্যবহার উপযোগী বলে স্বীকৃতিও দিয়েছে। কিন্তু দেশের অভ্যন্তরীন জটিলতার কারণে এর বাস্তবায়ন হচ্ছে না। সরকারকে এই সংকটের মুহূর্তে টিকার বিষয়ে দেশীয় উদ্যোগগুলোকে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন হামিদ, কো-চেয়ারম্যান সালমা ইসলাম ও সৈয়দ আবু হোসেন বাবলাসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।
ঢাকা: ভিক্ষা করে আর উপহার নিয়ে দেশে টিকার চাহিদা মেটানো সম্ভব না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। আজ বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, যেখানে বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্যমতে ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে স্বাভাবিক জীবনযাপন সম্ভব হবে সেখানে আমাদের দেশের মানুষ টিকা অনিশ্চয়তায় ভুগছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বর্তমান টিকা পরিস্থিতি নিয়ে সরকারের কূটনীতির সমালোচনা করে বলেন, টিকা কূটনীতিতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে ইতিমধ্যেই রোডম্যাপ ধরে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সেসব দেশের মানুষ জানে কখন তাদের টিকাদান শেষ হবে। আর আমাদের দেশের কেউই জানেন না কখন আমাদের দেশে গণ টিকা কর্মসূচি শুরু হবে।
জিএম কাদের আরও বলেন, দেশীয় প্রতিষ্ঠান টিকা উৎপাদন করেছে যেটা বিশ্বস্বাস্থ্য সংস্থাও ব্যবহার উপযোগী বলে স্বীকৃতিও দিয়েছে। কিন্তু দেশের অভ্যন্তরীন জটিলতার কারণে এর বাস্তবায়ন হচ্ছে না। সরকারকে এই সংকটের মুহূর্তে টিকার বিষয়ে দেশীয় উদ্যোগগুলোকে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন হামিদ, কো-চেয়ারম্যান সালমা ইসলাম ও সৈয়দ আবু হোসেন বাবলাসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫