উত্তরা (ঢাকা) প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি ছিল। তাই তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে গাড়িতে করে বাসায় এগিয়ে দেওয়া হয়েছে। তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
বিএনপির পূর্বঘোষিত কালো পতাকা মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার পর উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন এ কথা বলেছেন।
উত্তরা ১২ নম্বর সেক্টরের গণকবরস্থান রোড এলাকায় আজ মঙ্গলবার বিকেলে কর্মসূচি পালনের চেষ্টা করে বিএনপি। গণকবরস্থান রোডের সামনে থেকে দুপুর আড়াইটার দিকে বিএনপি নেতা-কর্মীদের আটক করা হয়। এ সময় ড. মঈন খানের সঙ্গে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদও ছিলেন।
সরেজমিনে দেখা যায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে বিএনপির ৫০-৬০ জন নেতা-কর্মী ১২ নম্বর সেক্টর গণকবরস্থানের বিপরীত পাশে কালো পতাকা মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ মঈন খানসহ ১০/১২ জনকে আটক করে নিয়ে যায়।
আটককালে ড. মঈন খানকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনার সাজানো ডামি নির্বাচন মানি না, মানব না। আমাদের এক দফা এক দাবি, অবৈধ সংসদ বাতিল করতে হবে।’
তিনি বলেন, ‘দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি দিতে হবে। তাঁদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে।’
আটকের কিছুক্ষণ পর ড. মঈন খানকে ছেড়ে দিতে দেখা যায়। পরে তিনি একটি প্রাইভেট কারের সামনের আসনে বসে উত্তরা ত্যাগ করেন।
পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের এডিসি মির্জা সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচি থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করা হয়নি। গোয়েন্দা তথ্য অনুযায়ী তাঁর শারীরিক নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি ছিল। তাই তাঁকে পুলিশি হেফাজতে গাড়িতে করে বাসার দিকে এগিয়ে দিয়েছি। পরে তাঁর গাড়ি এসে তাঁকে নিয়ে গেছে।’
নেতা-কর্মীদের ছত্রভঙ্গ ও আটক করার বিষয়ে জানতে চাইলে এডিসি সালাউদ্দিন বলেন, ‘বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচির কোনো অনুমতি ছিল না। রাজনৈতিক কর্মসূচির জন্য ডিএমপি কমিশনারের অনুমতি নিতে হয়। কিন্তু তাঁরা এখানে পতাকা মিছিলের জন্য কোনো প্রকার অনুমতি নেননি। এখানে বেআইনিভাবে সমাবেশ করতে চেয়েছিলেন, আমরা সেটি ছত্রভঙ্গ করে দিয়েছি। এখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা এটি করেছি।’
বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এডিসি মির্জা সালাউদ্দিন বলেন, ‘এটি একটি আবাসিক এলাকা। এটা অ্যাভিনিউ রোড, কিছু কমার্শিয়াল স্পেসও রয়েছে। এখানে জনমানুষের জানমালের নিরাপত্তার বিষয়ে বিবেচনা করেই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি ছিল। তাই তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে গাড়িতে করে বাসায় এগিয়ে দেওয়া হয়েছে। তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
বিএনপির পূর্বঘোষিত কালো পতাকা মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার পর উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন এ কথা বলেছেন।
উত্তরা ১২ নম্বর সেক্টরের গণকবরস্থান রোড এলাকায় আজ মঙ্গলবার বিকেলে কর্মসূচি পালনের চেষ্টা করে বিএনপি। গণকবরস্থান রোডের সামনে থেকে দুপুর আড়াইটার দিকে বিএনপি নেতা-কর্মীদের আটক করা হয়। এ সময় ড. মঈন খানের সঙ্গে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদও ছিলেন।
সরেজমিনে দেখা যায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে বিএনপির ৫০-৬০ জন নেতা-কর্মী ১২ নম্বর সেক্টর গণকবরস্থানের বিপরীত পাশে কালো পতাকা মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ মঈন খানসহ ১০/১২ জনকে আটক করে নিয়ে যায়।
আটককালে ড. মঈন খানকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনার সাজানো ডামি নির্বাচন মানি না, মানব না। আমাদের এক দফা এক দাবি, অবৈধ সংসদ বাতিল করতে হবে।’
তিনি বলেন, ‘দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি দিতে হবে। তাঁদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে।’
আটকের কিছুক্ষণ পর ড. মঈন খানকে ছেড়ে দিতে দেখা যায়। পরে তিনি একটি প্রাইভেট কারের সামনের আসনে বসে উত্তরা ত্যাগ করেন।
পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের এডিসি মির্জা সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচি থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করা হয়নি। গোয়েন্দা তথ্য অনুযায়ী তাঁর শারীরিক নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি ছিল। তাই তাঁকে পুলিশি হেফাজতে গাড়িতে করে বাসার দিকে এগিয়ে দিয়েছি। পরে তাঁর গাড়ি এসে তাঁকে নিয়ে গেছে।’
নেতা-কর্মীদের ছত্রভঙ্গ ও আটক করার বিষয়ে জানতে চাইলে এডিসি সালাউদ্দিন বলেন, ‘বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচির কোনো অনুমতি ছিল না। রাজনৈতিক কর্মসূচির জন্য ডিএমপি কমিশনারের অনুমতি নিতে হয়। কিন্তু তাঁরা এখানে পতাকা মিছিলের জন্য কোনো প্রকার অনুমতি নেননি। এখানে বেআইনিভাবে সমাবেশ করতে চেয়েছিলেন, আমরা সেটি ছত্রভঙ্গ করে দিয়েছি। এখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা এটি করেছি।’
বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এডিসি মির্জা সালাউদ্দিন বলেন, ‘এটি একটি আবাসিক এলাকা। এটা অ্যাভিনিউ রোড, কিছু কমার্শিয়াল স্পেসও রয়েছে। এখানে জনমানুষের জানমালের নিরাপত্তার বিষয়ে বিবেচনা করেই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫