নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে এক দিনেই সাতটি মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া পৃথক পৃথক আদেশে এই জামিন দেন।
আদালত সূত্রে জানা গেছে, নাশকতার মামলাগুলো পল্টন থানায় করা হয়। মঞ্জুরুল ইসলাম আফেন্দী হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব এবং ঢাকার ইসলামবাগ মাদ্রাসা শাইখুল হাদিস ও অধ্যক্ষ। গত ১৪ এপ্রিল রাতে হাতিরপুলের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
এরপর ২০১৩ সালের হেফাজতের আন্দোলনের সময় সংঘটিত নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা ১০টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ডে নেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ১১ আগস্ট মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তিনটি মামলায় আফেন্দীকে জামিন দেন। আজ বাকি সাতটি মামলায় জামিন পাওয়ায় আফেন্দীর মুক্তিতে আর আইনগত কোনো বাধা রইল না।
২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মামলায় বলা হয়েছে, অবরোধের নামে হেফাজত নেতাকর্মীরা লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি–বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডব চালায়। নেতাকর্মীরা বায়তুল মোকাররম ও আশেপাশের এলাকায় আগুন দেয়। ভাঙচুর করে। তাঁরা বায়তুল মোকাররম ও আশেপাশের বইয়ের দোকানে আগুন ধরিয়ে দেন। পবিত্র কোরআন, বিভিন্ন হাদীসের বই ও ধর্মীয় বইও তাদের তাণ্ডব থেকে রেহাই পায়নি। আসামি মঞ্জুরুল ইসলাম প্রত্যক্ষভাবে এই তাণ্ডবে অংশ নিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে এক দিনেই সাতটি মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া পৃথক পৃথক আদেশে এই জামিন দেন।
আদালত সূত্রে জানা গেছে, নাশকতার মামলাগুলো পল্টন থানায় করা হয়। মঞ্জুরুল ইসলাম আফেন্দী হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব এবং ঢাকার ইসলামবাগ মাদ্রাসা শাইখুল হাদিস ও অধ্যক্ষ। গত ১৪ এপ্রিল রাতে হাতিরপুলের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
এরপর ২০১৩ সালের হেফাজতের আন্দোলনের সময় সংঘটিত নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা ১০টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ডে নেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ১১ আগস্ট মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তিনটি মামলায় আফেন্দীকে জামিন দেন। আজ বাকি সাতটি মামলায় জামিন পাওয়ায় আফেন্দীর মুক্তিতে আর আইনগত কোনো বাধা রইল না।
২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মামলায় বলা হয়েছে, অবরোধের নামে হেফাজত নেতাকর্মীরা লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি–বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডব চালায়। নেতাকর্মীরা বায়তুল মোকাররম ও আশেপাশের এলাকায় আগুন দেয়। ভাঙচুর করে। তাঁরা বায়তুল মোকাররম ও আশেপাশের বইয়ের দোকানে আগুন ধরিয়ে দেন। পবিত্র কোরআন, বিভিন্ন হাদীসের বই ও ধর্মীয় বইও তাদের তাণ্ডব থেকে রেহাই পায়নি। আসামি মঞ্জুরুল ইসলাম প্রত্যক্ষভাবে এই তাণ্ডবে অংশ নিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২১ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২১ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২১ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২২ দিন আগে