Ajker Patrika

শিগগির বিএনপির ‘গুরুতর আহত’ আন্দোলনের পতন দেখছেন কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ৩৭
শিগগির বিএনপির ‘গুরুতর আহত’ আন্দোলনের পতন দেখছেন কাদের

বিএনপির আন্দোলনকে ‘পিপীলিকার পাখা গজানো’র সঙ্গে তুলনা করে শিগগির এর পতন দেখছেন বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির উদ্দেশে কাদের বলেন, ‘পরিবর্তন চাইলে নির্বাচনে আসেন। এখনো বলছি, ভোট না দিলে আমরা নাই। জনগণের ভোটেই পরিবর্তন হবে। হাঁকডাক দিয়ে পরিবর্তন হয় না।’ 

রাজধানীর খিলগাঁওয়ের জোড় পুকুর মাঠে আজ রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা হামলা করেছেন দাবি করে তিনি বলেন, ‘এই সন্ত্রাসীদের হাতে বাংলাদেশের ক্ষমতা ফিরিয়ে দিতে পারি না। এই বিএনপি সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের ঠিকানা।’ 

পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘খালি মাঠে গোল দিতে চাই না, নির্বাচনে আসুন। পরিবর্তন চাইলে নির্বাচনে আসেন। এখনো বলছি, ভোট না দিলে আমরা নাই। জনগণের ভোটেই পরিবর্তন হবে। হাঁকডাক দিয়ে পরিবর্তন হয় না।’ 

বিএনপির আন্দোলন ‘গুরুতর আহত’ দাবি করে কাদের বলেন, ‘মাঝে মাঝে মনে হয় পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে। এত লাফালাফি, পতনটা নিজেদেরই হবে। অপেক্ষা করুন। ধৈর্য ধরুন।’ 

আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি ঠিক করা আছে জানিয়ে তিনি বলেন, ‘কর্মসূচি আমরা করে যাব আগামী নির্বাচন পর্যন্ত। কোনো পাল্টাপাল্টি নয়। আমরা এক বছরের কর্মসূচি দিয়ে রেখেছি, কখনো শান্তি সমাবেশ, কখনো সম্মেলন, কখনো গণসংযোগ।’ 

সমাবেশগুলোতে নেতাদের বড় বড় পোস্টার দিয়ে মনোনয়ন পাওয়া যাবে না জানিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কে আগামী নির্বাচনে মনোনয়ন পাবে, তার আমলনামা শেখ হাসিনার কাছে জমা আছে। প্রতি ছয় মাসে তিনি রিপোর্ট নেন। সব এলাকার। সব খবর তাঁর কাছে আছে। কাকে দিলে মানুষ ভোট দেবে। ওই রিপোর্টে ভোট আসবে, ব্যানারের ছবি মুছে যাবে।’ 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন ভালো নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমানের আসল লোক আমীর খসরু (আমীর খসরু মাহমুদ চৌধুরী)। মির্জা ফখরুল কী করবে? সংসদ সদস্য হয়ে ধমকের চোটে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। বড় দলের মহাসচিব পদ, এই লোভ সামলায় কতজন?’ 

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘সংবিধান মোতাবেক নির্বাচন হবে। ডিসেম্বরে নির্বাচন। ক্ষমতায় যেতে গেলে নির্বাচনে আসতে হবে। জনগণ নির্বাচনে লাল কার্ড দেখিয়ে বিএনপিকে বাংলাদেশ থেকে বিদায় করবে।’ 

কোনো অবস্থাতেই দেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না দাবি করে সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কামরুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব বিলীন হবে। আওয়ামী লীগ যখন দেশে উন্নয়ন করছে, বিএনপি তখন ষড়যন্ত্র করছে।’ 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত