নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জেলা প্রশাসক ও বিচারকদের বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সেদিন দেখলাম এক ডিসি বলছেন— বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যায় না। একজন বিচারক বললেন—বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যায় না। আরে ভাই তোমরা কেডা? জনগণ কার হাতে ক্ষমতা দেবে, সেটা জনগণ নির্ধারণ করবে।’
আজ মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
প্রশাসন ও বিচার ব্যবস্থার সমালোচনা করে আব্বাস বলেন, ‘আজকে কোর্টে চোর-ডাকাতের খবর নাই, চোর-ডাকাতের বিচার নাই। বিচার হচ্ছে বিএনপির নেতা-কর্মীদের। ভেবেছেন পুলিশ দিয়ে গ্রেপ্তার করবেন আর কোর্ট-কাচারি দিয়ে বিচার করবেন। এইভাবে হয় না। মুসোলিনি, আইয়ুব খানও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, আপনিও পারবেন না।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ‘এই সরকারের পদত্যাগ কিংবা অপসারণ সময়ের ব্যাপারমাত্র। যাই-যাই করছে, বড় ভয়ে এই সরকার। আজকে যে অবস্থায় আছে, এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে, জাতিকে মুক্ত করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দরকার। আমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলব, আমরা ঢাকা শহরসহ সারা দেশে এমন একটা অবস্থা সৃষ্টি করব যে, এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। সেই দিনের জন্য আপনারা প্রস্তুতি নিন, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না।’
‘এক রাতে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে’—সরকার দলের পক্ষ থেকে আসা এমন ধারণা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘আপনারা কী এমন অপরাধ করলেন যে এক রাত্রে শেষ হয়ে যাবেন? আপনারা কি বিষ খাইবেন নাকি? আমি তো বুঝলাম না! আমরা তো লাঠি, দা, কাঁচি নিয়ে বসে নাই। আমরা দেশকে মুক্ত করতে চাই আপনাদের হাত থেকে। আপনাদের আমরা কোনো অত্যাচার করতে চাই না। কিন্তু মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে আপনারা সবাই বিষ খেয়ে মারা যাবেন। খালি বারবার বলেন এক রাত্রে সব শেষ হয়ে যাবে।’
সরকারকে হুঁশিয়ারি দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘যদি জোর করে ক্ষমতায় থাকতে চান, জনগণ জোর করেই আপনাদের ক্ষমতা থেকে নামাবে। ক্ষমতা না ছাড়লে আপনারা আন্দোলনের নামে যা যা করেছেন, আমরাও রাজপথে তাই করব। তবে আমরা সেই পথে যেতে চাই না।’
আব্দুস সালাম বলেন, ‘সোজা আঙুলে কাজ না হলে বাঁকা করতে হবে। আজকে যারা ডেঙ্গুকে থামাতে পারে না, তাদেরকে আন্দোলন করে পাঠিয়ে দিতে হবে।’
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনসহ আরও অনেকে বক্তব্য দেন।
সমাবেশ শুরুর আগে থেকেই বৃষ্টির শুরু হয়। ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সমাবেশ শুরু হয় দেরিতে। সমাবেশ শেষ হওয়ার আগে আবারও বৃষ্টি। তবে বৃষ্টি বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা সমাবেশস্থলে অবস্থান করেন। বিএনপির এই সমাবেশকে ঘিরে সমাবেশস্থলে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা যায়।
জেলা প্রশাসক ও বিচারকদের বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সেদিন দেখলাম এক ডিসি বলছেন— বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যায় না। একজন বিচারক বললেন—বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যায় না। আরে ভাই তোমরা কেডা? জনগণ কার হাতে ক্ষমতা দেবে, সেটা জনগণ নির্ধারণ করবে।’
আজ মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
প্রশাসন ও বিচার ব্যবস্থার সমালোচনা করে আব্বাস বলেন, ‘আজকে কোর্টে চোর-ডাকাতের খবর নাই, চোর-ডাকাতের বিচার নাই। বিচার হচ্ছে বিএনপির নেতা-কর্মীদের। ভেবেছেন পুলিশ দিয়ে গ্রেপ্তার করবেন আর কোর্ট-কাচারি দিয়ে বিচার করবেন। এইভাবে হয় না। মুসোলিনি, আইয়ুব খানও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, আপনিও পারবেন না।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ‘এই সরকারের পদত্যাগ কিংবা অপসারণ সময়ের ব্যাপারমাত্র। যাই-যাই করছে, বড় ভয়ে এই সরকার। আজকে যে অবস্থায় আছে, এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে, জাতিকে মুক্ত করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দরকার। আমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলব, আমরা ঢাকা শহরসহ সারা দেশে এমন একটা অবস্থা সৃষ্টি করব যে, এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। সেই দিনের জন্য আপনারা প্রস্তুতি নিন, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না।’
‘এক রাতে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে’—সরকার দলের পক্ষ থেকে আসা এমন ধারণা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘আপনারা কী এমন অপরাধ করলেন যে এক রাত্রে শেষ হয়ে যাবেন? আপনারা কি বিষ খাইবেন নাকি? আমি তো বুঝলাম না! আমরা তো লাঠি, দা, কাঁচি নিয়ে বসে নাই। আমরা দেশকে মুক্ত করতে চাই আপনাদের হাত থেকে। আপনাদের আমরা কোনো অত্যাচার করতে চাই না। কিন্তু মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে আপনারা সবাই বিষ খেয়ে মারা যাবেন। খালি বারবার বলেন এক রাত্রে সব শেষ হয়ে যাবে।’
সরকারকে হুঁশিয়ারি দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘যদি জোর করে ক্ষমতায় থাকতে চান, জনগণ জোর করেই আপনাদের ক্ষমতা থেকে নামাবে। ক্ষমতা না ছাড়লে আপনারা আন্দোলনের নামে যা যা করেছেন, আমরাও রাজপথে তাই করব। তবে আমরা সেই পথে যেতে চাই না।’
আব্দুস সালাম বলেন, ‘সোজা আঙুলে কাজ না হলে বাঁকা করতে হবে। আজকে যারা ডেঙ্গুকে থামাতে পারে না, তাদেরকে আন্দোলন করে পাঠিয়ে দিতে হবে।’
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনসহ আরও অনেকে বক্তব্য দেন।
সমাবেশ শুরুর আগে থেকেই বৃষ্টির শুরু হয়। ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সমাবেশ শুরু হয় দেরিতে। সমাবেশ শেষ হওয়ার আগে আবারও বৃষ্টি। তবে বৃষ্টি বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা সমাবেশস্থলে অবস্থান করেন। বিএনপির এই সমাবেশকে ঘিরে সমাবেশস্থলে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা যায়।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫