Ajker Patrika

জয়ের প্রাথমিক সদস্যপদ নবায়নের মাধ্যমে আ.লীগের সদস্য সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৯: ৪৭
জয়ের প্রাথমিক সদস্যপদ নবায়নের মাধ্যমে আ.লীগের সদস্য সংগ্রহ শুরু

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রাথমিক সদস্যপদ নবায়নের মাধ্যমে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহত্তর রংপুর বিভাগের সাংগঠনিক জেলা নেতাদের সঙ্গে হওয়া মতবিনিময় সভা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী করেন তিনি। 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ২০১৯ সালে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ১ নম্বর সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হন। 

মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, নেত্রী বিদেশ যাওয়ার সময়ও দলের সদস্য সংগ্রহের ওপর জোর দিয়েছেন। বৃহত্তর রংপুর আজ সেটাই শুরু করেছে। আজ থেকে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। 

সজীব ওয়াজেদ জয়ের পর আওয়ামী লীগের সদস্যপদ নবায়নের ঘোষণা আসে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। এরপর যথাক্রমে আওয়ামী লীগের সদস্য নবায়ন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, কোষাধ্যক্ষ এ এইচ এম আশিকুর রহমান, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

এ ছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান, হোসনেআরা লুৎপা ডালিয়া দলের সদস্যপদ নবায়ন করেন। 

আওয়ামী লীগের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গঠনতন্ত্র অনুযায়ী জেলা, উপজেলার নেতাদের দলের সদস্য সংগ্রহ ও নবায়নের বই সংগ্রহ করার কথা বলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত