ঢাবি প্রতিনিধি
পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনির গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন নেতার মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়ির চালক হাসনাত কিছুটা আহত হলেও গোলাম মওলা রনি অক্ষত রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘জল্লাদের কবলে পড়ে আজ আর একটু হলেই মরতে বসেছিলাম প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমার প্রাণের ওপর আঘাত আসবে অমন চিন্তা কোনোদিন মাথায় ঢোকেনি। তাই রাত-বিরাতে একাকী, পায়ে হেঁটে, বা রিকশা বা উবারের মোটরসাইকেলে করে মনের আনন্দে দোয়েল চত্বর হয়ে কখনো টিএসসি বা কখনো শহীদ মিনার হয়ে নীলক্ষেত দিয়ে বাসায় ফিরেছি। অফিসে আসার ক্ষেত্রেও সর্বদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়েই আসতেই শান্তি অনুভব করি!’
তিনি আরও উল্লেখ করেন, ‘‘তো আমার সেই শান্তির যাত্রায় আজ কি ঘটেছে সেই কথা বলার চেষ্টা করব! আমার গাড়ি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেলের স্টেশন পাড়ি দিয়ে পুষ্টিবিজ্ঞান বিভাগের উল্টো দিক দিয়ে যাচ্ছিল। ঠিক তখন ইউটার্ন নেওয়ার জায়গায় ৪-৫ জন যুবক হাতুড়ি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আমার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ল। হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলল। হতচকিত ড্রাইভার প্রথমে গাড়ি ব্রেক করলেন। তারপর আবার দ্রুত টান মেরে জল্লাদদের কবল থেকে বাঁচার চেষ্টা করলেন। হাতুড়ি বাহিনী পেছনে ছুটল আর অকথ্য ভাষায় গালাগাল দিতে লাগল।
‘‘অফিসে এসে আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালাম। তাঁরা বেশ আন্তরিকতার সঙ্গে প্রতিকারের আশ্বাস দিলেন। আমি ছাত্রলীগ সভাপতি জনাব সাদ্দামকেও ফোন করে ঘটনা জানালাম। তিনিও সান্ত্বনা দিলেন।’’
গোলাম মওলা রনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় গাড়ির চালক হাসনাত কিছুটা আহত হয়েছে। তবে আমার কোনো ক্ষতি হয়নি। এই ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
গোলাম মওলা রনির গাড়িতে হামলার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (রনি) আমাদের কোনো অভিযোগ করেননি। শাহবাগ থানা-পুলিশ বিষয়টি নজরে রাখছেন। যেহেতু বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটনা সে হিসেবে ওই এলাকার সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করার জন্য পুলিশকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করছে।’
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, ‘দুপুরের দিকে গোলাম মওলা রনির গাড়িতে হামলার বিষয়টি আমরা জানতে পেরেছি। বিষয়টি নিয়ে মামলার প্রক্রিয়া চলমান, এখনো মামলা দায়ের করা হয়নি।’
পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনির গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন নেতার মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়ির চালক হাসনাত কিছুটা আহত হলেও গোলাম মওলা রনি অক্ষত রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘জল্লাদের কবলে পড়ে আজ আর একটু হলেই মরতে বসেছিলাম প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমার প্রাণের ওপর আঘাত আসবে অমন চিন্তা কোনোদিন মাথায় ঢোকেনি। তাই রাত-বিরাতে একাকী, পায়ে হেঁটে, বা রিকশা বা উবারের মোটরসাইকেলে করে মনের আনন্দে দোয়েল চত্বর হয়ে কখনো টিএসসি বা কখনো শহীদ মিনার হয়ে নীলক্ষেত দিয়ে বাসায় ফিরেছি। অফিসে আসার ক্ষেত্রেও সর্বদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়েই আসতেই শান্তি অনুভব করি!’
তিনি আরও উল্লেখ করেন, ‘‘তো আমার সেই শান্তির যাত্রায় আজ কি ঘটেছে সেই কথা বলার চেষ্টা করব! আমার গাড়ি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেলের স্টেশন পাড়ি দিয়ে পুষ্টিবিজ্ঞান বিভাগের উল্টো দিক দিয়ে যাচ্ছিল। ঠিক তখন ইউটার্ন নেওয়ার জায়গায় ৪-৫ জন যুবক হাতুড়ি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আমার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ল। হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলল। হতচকিত ড্রাইভার প্রথমে গাড়ি ব্রেক করলেন। তারপর আবার দ্রুত টান মেরে জল্লাদদের কবল থেকে বাঁচার চেষ্টা করলেন। হাতুড়ি বাহিনী পেছনে ছুটল আর অকথ্য ভাষায় গালাগাল দিতে লাগল।
‘‘অফিসে এসে আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালাম। তাঁরা বেশ আন্তরিকতার সঙ্গে প্রতিকারের আশ্বাস দিলেন। আমি ছাত্রলীগ সভাপতি জনাব সাদ্দামকেও ফোন করে ঘটনা জানালাম। তিনিও সান্ত্বনা দিলেন।’’
গোলাম মওলা রনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় গাড়ির চালক হাসনাত কিছুটা আহত হয়েছে। তবে আমার কোনো ক্ষতি হয়নি। এই ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
গোলাম মওলা রনির গাড়িতে হামলার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (রনি) আমাদের কোনো অভিযোগ করেননি। শাহবাগ থানা-পুলিশ বিষয়টি নজরে রাখছেন। যেহেতু বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটনা সে হিসেবে ওই এলাকার সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করার জন্য পুলিশকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করছে।’
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, ‘দুপুরের দিকে গোলাম মওলা রনির গাড়িতে হামলার বিষয়টি আমরা জানতে পেরেছি। বিষয়টি নিয়ে মামলার প্রক্রিয়া চলমান, এখনো মামলা দায়ের করা হয়নি।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫