Ajker Patrika

আলী আশরাফের আসনে এমপি হতে চান ডা. প্রাণ গোপাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলী আশরাফের আসনে এমপি হতে চান ডা. প্রাণ গোপাল

কুমিল্লা-৭ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে শূন্য হওয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন প্রখ্যাত চিকিৎসক প্রাণ গোপাল দত্ত। শনিবার তাঁর পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজৈনিতক কার্যালয় থেকে মনোনয়ন ফরম নেওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাণ গোপাল দত্ত বিগত জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সেসময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন তিনি। 

অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও ছিলেন তিনি।

প্রাণ গোপাল ছাড়াও কুমিল্লা-৭ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল ইসলামসহ আরও একজন। আগামী ৮ সেপ্টম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত