Ajker Patrika

স্বপনের অনুরোধে দলীয় স্বার্থে কাজ করার অঙ্গীকার করলেন কাদের মির্জা

নিজস্ব প্রতিবেদক
স্বপনের অনুরোধে দলীয় স্বার্থে কাজ করার অঙ্গীকার করলেন কাদের মির্জা

ঢাকা: দলের ঐক্য ও সংহতি মজবুত করার অনুরোধ রক্ষার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। আজ শুক্রবার জাতীয় সংসদ ভবনে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের অফিসে সাক্ষাৎ করেন কাদের মির্জা। এসময় জনগণ ও দলের স্বার্থে বিভেদ ভুলে কাজ করার অনুরোধ জানান চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ।

এ বিষয়ে আবদুল কাদের মির্জা সাংবাদিকদের বলেন, আমি স্বপন সাহেবের সাথে দেখা করেছি। সেখানে কোম্পানিগঞ্জের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেছি। আশা করি, শিগগিরই সকল সমস্যার সমাধান হবে।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগের মনোনয়ন ও জনগণের ভোটে নির্বাচিত একজন মেয়র হিসেবে তাকে অধিকতর দায়িত্বশীল হতে বলেছি। কোম্পানীগঞ্জে দলের মাঝে বিভাজন কমিয়ে দলের ঐক্য ও সংহতি মজবুত করা এবং কোম্পানীগঞ্জে দলের কারণে যেন জনগণের মাঝে কোনো উৎকণ্ঠা না থাকে সে লক্ষ্যে কাজ করার জন্য আমি তাকে অনুরোধ করেছি। তিনি জনগণ ও দলের স্বার্থে বিভেদ ভুলে কাজ করার অঙ্গীকার করেছেন।

গত ২৪ এপ্রিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গে বৈঠক করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সেখানে তারা আবদুল কাদের মির্জার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। অভিযোগ শুনে স্থানীয় নেতাদের ধৈর্য্য ধরার পরামর্শ দেন স্বপন। তখন তিনি বলেন, আমি দুই পক্ষের কথা শুনবো। আর বিষয়ে নেত্রীর কাছে চূড়ান্ত রিপোর্ট দেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত