Ajker Patrika

পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত: সাদ্দাম হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৭: ০০
পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত: সাদ্দাম হোসেন

শান্তি সমাবেশে ছাত্রলীগের নেতা–কর্মীদের উপস্থিতিকে ‘ট্রেলার’ আখ্যা দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘আজকে এখানে যে জমায়েত এটা ট্রেলার। আগামী দিনে আরও বড় জমায়েত হবে। পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। আজকের ছাত্র সমাজ আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ আছে।’

আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশে সাদ্দাম এসব কথা বলেন। তিনি বলেন, ‘রাজপথের হুংকার অনেকেই দিচ্ছেন। রাজপথে পরাজয়ের কথা তাঁরা ভুলে গেছেন।’ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে সাদ্দাম বলেন, ‘তিনি লুটপাটের যুবরাজ হতে পারেন, রাজপথের রাজা ছাত্রলীগ। এমন নেতা কোথাও খুঁজে পাবে নাকো তুমি, লুটপাটের যুবরাজ, এমন নেতা তিনি। ছাত্রসমাজ কালো হাত গুঁড়ো করে দেওয়ার জন্য প্রস্তুত। বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।’

এ সময় তিনি বলেন, পল্টন কখনো জিততে পারে না, বায়তুল মোকাররমই জিতবে।

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ‘গণতন্ত্র বিরোধী যে অপশক্তি, আগামী দিনে যারা অনির্বাচিত সরকারের সঙ্গে হাত মেলানোর চিন্তা করছেন তাঁদের সেই ষড়যন্ত্রের কালো হাত আমরা ভেঙে দেব।’

সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, আওয়ামী লীগ চাইলে বিএনপি ১০ মিনিট রাজপথে টিকে থাকতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, সবার মিছিল–মিটিং করার অধিকার রয়েছে। কিন্তু কেউ যদি মিছিল–মিটিংয়ের নামে অশান্তি-অরাজকতা তৈরি করে, তাদেরকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ প্রতিরোধ করবে। কোনো ছাড় দেওয়া হবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তিনি বলেন, আল্লাহও চায় না বিএনপি-জামায়াত ক্ষমতায় আসুক। 
 
বিএনপির উদ্দেশে শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘কথায় কথায় বলেন ঢাকায় বসে পড়বেন‌। আপনারা যদি ভাবেন সংবিধানের এক চুল বাইরে নির্বাচন হবে তাহলে সারা বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়ব। আমরা দেখাব কত ধানে কত চাল।’ 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের বিচলিত হওয়ার সুযোগ নেই। দয়াল মুরশীদ যার সখা তার কীসের ভাবনা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত