নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশ ও দেশের মানুষকে রক্ষা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সরকার পতনের আহ্বান জানিয়েছে বিএনপি। এ লক্ষ্যে গণতন্ত্রকামী সব শক্তিকে বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার গুলশানের একটি কনভেনশন সেন্টারে এক ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি। রাজনীতিক ও বিশিষ্টজনদের সম্মানে জাতীয় পার্টি (কাজী জাফর) এই অনুষ্ঠানের আয়োজন করে।
ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের সামগ্রিক অবস্থা, আমরা সবাই জানি। কোন অবস্থাতেই ভালো অবস্থা বলা যাবে না। সাধারণ মানুষ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে কষ্ট পাচ্ছে। আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। অন্যদিকে রাজনীতির অবস্থা তো আমরা সবাই জানি। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য, এ দায়িত্ব আমাদের পালন করতে হবে।’
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ছোটখাটো ভুল-ত্রুটি ও বিভেদ ভুলে গিয়ে গণতন্ত্রকে এখানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে আনার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সে জন্যই আমরা সব সময় জাতীয় ঐক্যর কথা বলছি। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, যারা আমাদের ওপর চেপে বসে আছে, সংগ্রামের মধ্য দিয়ে আমরা এদের সরে যেতে বাধ্য করি, পদত্যাগ করতে বাধ্য করি।’
জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী প্রমুখ বক্তব্য রাখেন।
দেশ ও দেশের মানুষকে রক্ষা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সরকার পতনের আহ্বান জানিয়েছে বিএনপি। এ লক্ষ্যে গণতন্ত্রকামী সব শক্তিকে বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার গুলশানের একটি কনভেনশন সেন্টারে এক ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি। রাজনীতিক ও বিশিষ্টজনদের সম্মানে জাতীয় পার্টি (কাজী জাফর) এই অনুষ্ঠানের আয়োজন করে।
ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের সামগ্রিক অবস্থা, আমরা সবাই জানি। কোন অবস্থাতেই ভালো অবস্থা বলা যাবে না। সাধারণ মানুষ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে কষ্ট পাচ্ছে। আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। অন্যদিকে রাজনীতির অবস্থা তো আমরা সবাই জানি। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য, এ দায়িত্ব আমাদের পালন করতে হবে।’
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ছোটখাটো ভুল-ত্রুটি ও বিভেদ ভুলে গিয়ে গণতন্ত্রকে এখানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে আনার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সে জন্যই আমরা সব সময় জাতীয় ঐক্যর কথা বলছি। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, যারা আমাদের ওপর চেপে বসে আছে, সংগ্রামের মধ্য দিয়ে আমরা এদের সরে যেতে বাধ্য করি, পদত্যাগ করতে বাধ্য করি।’
জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী প্রমুখ বক্তব্য রাখেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫